আমাদের কথা খুঁজে নিন

   

হে আল্লাহ্, আমার রক্ত ...আমার মাংস..আমার মগজ অস্থি মজ্জা তুমি খাবার সাহস দাও....



নগরের এক প্রান্তে আমি অসহায়ের মত দাড়িয়ে আছি..আমার মাথা থেকে খসে পড়া ঘামে ভিজে যাচ্ছে রাস্তার শুষ্ক ধূলো...আমি একা নই আজ...আমার সাথে মানুষের ঢল আজ...কেননা, পিচাশেরও খাবারের দরকার হয়...আমিও.... একমুঠো খাদ্যের আশায়.. অস্তমিত সূর্যের দোহায় তোমাদের ..হে ত্রাণ কর্তা গণ..হে প্রগাঢ় হিতৈষী...আমার সন্তান আজ ক্ষুধার যন্ত্রনায় চোখ মেলে তাকাবার শক্তি হারিয়ে ফেলেছে..এ কোন দুঃসহ যন্ত্রনার চিৎকার? আমার পিতা সানিপড়া চোখে মৃত্যুর ভয়াল যন্ত্রনা ছাড়া আর কিছুই দেখছেননা....এক মুঠো ভাত দেবেন কেউ...এক মুঠো ভাত.. এ কেমন লজ্জা আমার ...আমার সন্তান আমার সামনে এক মুঠো ভাতের অভাবে মিশে যাচ্ছে শ্মশানের অন্তহীন অন্ধকারে....হে আল্লাহ্, আমার রক্ত ...আমার মাংস..আমার মগজ অস্থি মজ্জা তুমি খেতে পারার সাহস দাও.... এ লজ্জা কি আমাদের ...শুধুই আমাদের ..? ক্ষুধার যন্ত্রনায় মরার লজ্জা...কাজ না থাকার লজ্জা..? মানুষের রক্ত পায়ে পিষে টাকা বানাতে না পারার লজ্জা?... হে আল্লাহ...শুয়োরের কি লজ্জা বোধ নেই?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।