আমাদের কথা খুঁজে নিন

   

@ সীরাতুন্নবী: আরব জাতিসমূহ (১)

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

পূর্বে: @ সীরাতুন্নাবী: আরবের ভৌগোলিক পরিচয়/লিংক: Click This Link ঐতিহাসিকরা তিনভাগে বিভক্ত করেছেন- ১) আরব বারেবা: সম্পূর্ণরূপে বিলুপ্ত 'আদ, সামূদ, তাছাম, জাদিছ, আমালেকা প্রভৃতি জাতিসমূহ। ২) আরব আবেরা: ইয়ারুব ইবনে ইয়াশজুব ইবনে কাহতানের বংশধর, এদেরকে কাহতানী বলা হয়। এ বংশের নাম এখনো শোনা যায়। ৩) আরবে মোস্তারেবা: ইসমাঈল 'আলাইহিস্ সালামের বংশধর। এদের আদনানী আরবও বলা হয়।

বিস্তারিত: ১) আরব বারেবা: বিলুপ্ত। ২) আরব আবেরা: কাহতানী। আদি বাসস্থান: ইয়েমেন। খ্যাতিমান দু'টি গোত্র: ক) হেমইয়ার খ) কাহতান। হেমইয়ার: বিখ্যাত শাখার নাম- যাইদুল যমহুর কোজা'আহ এবং যাকাসেক।

কাহতান: বিখ্যাত শাখা- হামদান, আনমার, তাঈ, মাযহিজ, কেন্দাহ, লাখম, জুযাম আযাদ, আওস, খাজরায ও জাফনার। সিরিয়ার আশপাশে বাদশাহী প্রতিষ্ঠা ও পরে গাসসান নামে পরিচিতি। ইয়েমেনবাসীদের বাণিজ্যের উপর রোমকদের আধিপত্য বিস্তারকালে এরা ইয়েমেন ছেড়ে আরব উপদ্বীপে বসবাস শুরু করে। কেউ বলেন, হিমইয়ারী গোত্রের সাথে বিবাদের ফলে দেশ ত্যাগী হয়। দেশত্যাগী কাহতানীরা চার ভাগে বিভক্ত: ক/১) আযাদ: সর্দার ইমরান ইবনে আমর মুযাইকিয়ার পরামর্শে দেশত্যাগ ও পরে উত্তরে অগ্রসর হয়ে বিচ্ছিন্ন বসবাস করে।

বিস্তারণ- ছা'লাবা ইবনে আমর: ইনি হেজাজ অভিমুখে রওয়ানা হয়ে ছা'লাবা ও জিকার-এর মাঝামাঝি অবস্থান করেন। পরে মদীনা গিয়ে সেখানেই বসবাস করেন। ইনার বংশ থেকেই আওস ও খাজরাযের জন্ম; এরা ছিল ছা'লাবার পুত্র হারেছার সন্তান। হারেছ ইবনে আমর: খোজা'আর সন্তান, হেজাজের বিভিন্ন স্থানে ঘোরাফেরার পর মাররায যাহরানে অবস্থান নিয়ে মদীনায় হামলা করে। মক্কা থেকে বনী জুরহুম গোত্রকে বের করে দিয়ে নিজেরা বসতি গড়ে।

ইমরান ইবনে আমর: আম্মানে বসতি গড়ে, এদেরকে আযদে আম্মান বলা হয়। নাসর ইবনে আযদ: তোহামায় অবস্থান করে, এদের আযদে শানুয়াত বলা হয়। জাফনা ইবনে আমর: ইনি ছিলেন গাসসানী বাদশাহর প্রপিতামহ, হেজাজের গাসসান নামক জলাশয়ের কাছে কিছুদিন থাকেন এবং পরে সপরিবারে সিরিয়ায় বসবাস করেন। ক/২) লাখম জুযাম: এ বংশে নসর ইবনে রবিয়া ছিলেন অন্যতম, তিনি হীরার শাসনকর্তাদের (আরে মোনযের) পূর্বপুরুষ ছিলেন। ক/৩) বনু তাঈ: বনু আযদের পরে এরা উত্তরের আজা ও সালমা নামক দুই পাহাড়ের মাঝে বসবাস শুরু করে, এদের কারণেই পাহাড় দু'টি বিখ্যাত হয়ে উঠে।

ক/৪) কিন্দা: প্রথমে বাহরাইনের বর্তমান আল-আহমা নামক স্থানে বসবাস শুরু করে, পরে হাদারামাউত, টিকতে না পেরে নাজদে গিয়ে নিজস্ব সরকার প্রতিষ্ঠা করে এবং ব্যর্থ হয় ও নাম নিশানা মুছে যায়। কাহতান ছাড়াও হেমইয়ারের আরেকটি গোত্র ছিল- কাজাআ। এর নাম হেমিরি নিয়ে সন্দেহ আছে, এরা ইয়েমেন থেকে বের হয়ে ইরাকের বাদিয়াতুস সামাওয়াতে বসবাস করে। ৩) আরবে মোস্তারেবা:………………. ০৫.০৪.২০০৮, মদীনা মুনাওয়ারা, সউদী আরব। পরে: @ সীরাতুন্নবী: আরব জাতিসমূহ (২) লিংক: Click This Link



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।