আমাদের কথা খুঁজে নিন

   

হার্ট-থ্রব

``চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।' -- প্রাচীন গ্রীক কবি ইউরিপিডিস (৪৮০-৪০৬ খ্রীঃ পূঃ)

ছেষট্টি বা ষোলই বলো- শিকার কে-না হয়! ষোড়শিনীর বাঁকা হাসি-? পেলেই ‘খবর’ হয়! বয়সটা হয় ছেলের যদি ষোলো কি আঠারো- শর্ট সার্কিটে হাসির ওয়েভ-! বাজলো ছেলের বারো! আর যদি হয় এলোমেলো বয়সটা চব্বিশ, খুইয়ে যাবে দিশ- হাসির ভেতর পাবেই খুঁজে পুটলি ভরা বিষ! কিন্তু যদি কানে কানে বয়সটা হয় ত্রিশ- বুক করে নিশপিশ কড়কড়ে নোট থাকলে জেবে হাসি তো কিসমিস! ছত্তিরিশ আর বেয়াল্লিশে কোনই ফারাক নাই হাসির খোঁচায় চমকে পিলে বুকে মারে ঘাঁই! আটচল্লিশের চালশে চোখে খাইলে হাসির হুল হঠাৎ-ই হন ফিলোসফার- ‘জীবন মানেই ভুল’! চুয়ান্নতে ভাবনা জুড়ে- দেখেন টানা ভুরু- ‘আহা! যায় না করা জীবনটারে নতুন করেই শুরু?’ ষাটে নাকি ঘাটের মরা, তবু গণ্ডগোল- শেষ বয়সের জোয়ানকিতে ‘চান্দে’ বাজায় ঢোল! ষোড়শিনীর কেচকি হাসি মানে কি আর ট্র্যাক ক’জন পারে সামাল দিতে হার্ট-টা হ’লে ব্রেক! দোহাই লাগে ষোড়শিনী থামাও হাসির ‘স্ট্রোক’ এই বয়সে(!) জীবনটারে কোরো না আর ‘ক্রোক’! # (১৭/০৭/২০০৭)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।