আমাদের কথা খুঁজে নিন

   

‘বাউলসম্রাট’ শাহ আবদুল করিম আদৌ বাউল ছিলেন না (লিংক পোস্ট)

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।
১. বাউল তো হইতে হবে। উনি কখনো বাউল হন নাই। মোছলমানের মত বাউলের বাচ্চা বাউল হয় কিনা জানা নাই, তেমন ভাবেও তাঁর বাপ-মা কেউ বাউল ছিলেন না।

যিনি বাউলই হইলেন না তাঁরে বাউলসম্রাট বানাইয়া রাখছে। কিমাশ্চর্যম! বাউল না হইয়াও বাউলসম্রাটের উপাধি ভক্ষণ করছেন উনি। এইটা নিন্দনীয়। বাউলরা তাঁরে কী রকম হাসি হাসি মুখে দেখতেছেন এখন, এই মইরা যাওয়ার পরেও, ভাবেন একবার। বাউল গান গাইলে বড়জোর নগরবাউল কি আনুশেহ হওয়া যায়, বাউল হইতে কিছু আচার পালন করতে হয়।

অত্যন্ত গুরুত্বপূর্ণ গায়ক শাহ আবদুল করিম তা করেন নাই। কারণ... বাকিটা, এই লিংকে ।
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।