আমাদের কথা খুঁজে নিন

   

তিন চাকাঃ কর্পোরেটদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিকশাচালকদের সংগীত প্রতিযোগিতা

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ঢাকার রাস্তায় ইদানিং একটু খেয়াল করলেই আপনি উপরোক্ত পোস্টারটা রিকশার পেছনে লটকানো দেখতে পারেন। তিন চাকা নামে একটা গানের প্রতিযোগীতা শুরু হয়েছে। এই প্রতিযোগিতার বিশেষত্ব হচ্ছে এখানে অংশগ্রহণকারী কেবলমাত্র রিকশা চালক। লিভার ব্রাদার্সের ক্লোজআপওয়ান, এটিএনের তারকাদের তারকা এবং সম্প্রতি চালু হওয়া চ্যানেল আইয়ের সেরাকণ্ঠ কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে রিকশাচালকরাই আয়োজন করেছে তিনচাকা নামের এই গানের প্রতিযোগীতা। দেশের সুবিধাবঞ্চিত নিম্নআয়ের মানুষদের বিষয়ে কর্পোরেট জায়ান্টদের কোন আগ্রহ না থাকলেও এই প্রতিযোগিতা নিয়ে আমার আগ্রহের কোন কমতি নেই। ইতোমধ্যে, আমি, সৃজন, অন্যআনন, অন্যমনস্ক শরৎ ঠিক করেছি পার্টটাইম রিকশাচালানো শুরু করবো আগামীকাল থেকে। এই প্রতিযোগিতা হয়তো আমাদের ভাগ্যের চাকা খুলে দিতে পারবে। আগ্রহীরা পার্ট টাইম রিকশা চালানোর জন্য আমার সাথে ও এরপরে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ০১৭ ২০৩৫ ৫৪৩৪ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।