আমাদের কথা খুঁজে নিন

   

জিনের আছরে আমি অসুস্থ (সত্যি ঘটনা)

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবো না ভুলিতে - E-mail ID: aznabi_aznabi@yahoo.com

অনেকদিন আগে বেশ অসুস্থ বোধ করায় আমি গেলাম এক কার্ডিওলজিস্ট এর কাছে। তিনি আমাকে পরীক্ষা নিরিক্ষা করলেন, কয়েকটি টেস্ট করাতে বললেন। তখন তার সাথে যে সব কথাবার্তা হয়েছিল তা অনেকটা এই রকম - ডাক্তার - আপনার তো দেখছি হাই ব্লাডপ্রেসার (হাইপারটেনশন)। তা এই বয়সে আপনার ব্লাড প্রেসার এত বেশী কেন? এই টেস্টগুলো করান, রিপোর্ট দেখে ঔষধ দিবো, আপাতত এই ঔষধ গুলো খেতে থাকুন। আমি - আসলে আমার মনে হয় ব্যস্ততা, টেনশন, ঘুম কম এবং হজমে সমস্যার জন্য এখন ব্লাড প্রেসার বেশী হচ্ছে। এছাড়া আমার উপর জিনের আছর আছে। শুনেতো ডাক্তার অবাক হয়ে জিজ্ঞেস করলেন - শুনেছি জ্বিনের আছরে মানুষের নানা রকম অসুখ হয়, হাই ব্লাড প্রেসার, এটাতো আগে শুনিনি। একটু বুঝিয়ে বলুনতো। আপনার মত শিক্ষিত লোক একথা বিশ্বাস করেন? আমি - হ্যা, অবশ্যই বিশ্বাস করি। ডাক্তার - আপনি কিভাবে নিশ্চিত হলেন যে, আপনার উপর জ্বিনের আছর আছে? আমি - জিনের আছর মানে হচ্ছে জিনের প্রভাব আছে আমার উপর, তাইতো? ডাক্তার - হ্যা আমি- আর জিনেটিক হ্যারিডিটি (বংশ গতির বাহক জিন) মানে তো জিনের প্রভাব তাই না? ডাক্তার - অ্যা.............................

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।