আমাদের কথা খুঁজে নিন

   

চোখ জ্বলে যায়

জীবনটা যদি স্বপ্ন হত, স্বপ্নভঙ্গ মানেই মৃত্যু । মন্দ হত না !!!!

কতবার ই তো বলেছি তোমাকে না দেখে বহু বছর কাটিয়ে দেবো, তোমাকে মনে করে সহস্র শতাব্দী আমি অনায়াসে ভুলে যাবো আশ্বিনের শেষ রাতে, শিরশিরে শীতে গায়ের কম্বল গায়েই পড়ে রবে তবু তোমাকে মনে করে অনর্থক দু’চোখ যেন টলমল না হয় ।। রাতভর বারান্দায় দাঁড়িয়ে একই চাঁদ দেখে দেখে মন খারাপ করব না ধোঁয়ার মত এঁকেবেঁকে যাওয়া অনেক কবিতার লাইন কেটে দেবো নির্লিপ্ত চেহারায় তোমাকে আর অযথা প্রশংসা করার ইচ্ছে নেই ! চেতনা হারিয়ে বারবার অসতর্ক কথা বলার ভয় হারিয়ে যাক তবু কেন এখনো আমার চোখ জ্বলে যায়, মাথা ধরা নিয়ে বারবার- চশমা খুঁজে তোমার পুরনো চিঠিগুলো নিয়ে নাড়াচাড়া করি !! সারাক্ষন আমার পাশেই থাকো তুমি, তবু কেন জানি মন ভরেনা বারবার মনে হয়, ইশ আরেকটু ভালো যদি বাসতে পারতাম, এত বছরের পুরনো ভালোবাসা ললাটে এঁকে নিয়েও আমি আমার কাছেই অধরা হয়ে গেছি, এত চোখ জ্বলে কেন আমার ? সবসময় ই তো তোমাকে দেখি তবু অচেতন হয়ে তোমাকেই ভাবি যে ! এখনো আমার চোখ জ্বলে যায়,চোখ আর মাথা দু’টোই জ্বলে যাচ্ছে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।