আমাদের কথা খুঁজে নিন

   

সারমর্মহীন গল্প?? (আবারও!!!)

হরবর করে কথা বলি, মনে যা আসে, পরে ভাবি কেন বললাম . . .

আবারও মিন্টুর বৌয়ের কেচঁকেচানি উঠছে। সে দেখল যে, এই সব পাগলামি না করলে আলোচনা হয় না, বেচা-বিক্রী কম হয়। তাই আবারো এরে শাস্তি, তারে খেদানি দিয়াই থাকতে চায় পাড়ার আলোচনার মধ্যমনি হতে। ছাগলের পাল ধুমাইয়া পিটানি খাওয়ার কথা বেমালুম ভুলে আবার , আবারও শুরু করছে একই কায়-কারবার!!!!! কিছু কিছু মানুষ(!!!) এর হুশ এমনে আসে না, আনতে হয়। দেখা যাক কবে আসে হুশঁ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।