আমাদের কথা খুঁজে নিন

   

যে কথা ইতিহাসে নেই ২য় পর্ব

০১-২৫. যে কথা ইতিহাসে নেই ১ম পর্ব ২৬. একটি দেশ যখন তার কৃতি ও মেধাবী সন্তানদের যথার্থ মূল্যায়ন করতে পারে না তখন সে দেশে সত্যিকারের উন্নয়নের প্রত্যাশা করা দিবাস্বপ্ন ভিন্ন অন্য কিছু নয়। ২৭. বিলাসী বিপ্লব স্বার্থের পরিমিত বক্ররেখা। ২৮. প্রথার বিপরীতধারায় চলাটা যেমন ফ্যাশন ঠিক তেমনি প্রথামত চলাটাও গোঁড়ামী। ২৯. যখন তুমি কাউকে বিশ্বাস করতে শুরু করবে তখন সে ধীরে ধীরে তোমার এ দুর্বলতার সুযোগ নিয়ে তোমার অজ্ঞাতে নানাভাবে তোমাকে ব্যবহার করা শুরু করবে। ৩০. ধর্মীয় ও রাজনৈতিক মৌলবাদীরা যখন তোমার চারপাশে আশ্রয় নিবে ও পাবে তখন তুমিও দ্রুত মৌলবাদী হয়ে উঠবে।

৩১. ইনসুইং ও আউটসুইং দেখে খেলার চেয়ে রিভার্স সুইং সামলানো অনেক কঠিন। আর যারা রিভার্স সুইং করতে অভ্যস্ত তাদের বিদ্যা ও বুদ্ধির পরিধি যেমনই হোক না কেন বিচরণ সমগ্র বৃত্ত জুড়ে। ৩২. যখন কোন ব্যক্তি পতনের দ্বারপ্রান্তে উপনীত হয় তখন সে মনে করে সে যেটাই বলে, যেটাই করে সেটাই চূড়ান্ত সঠিক। ৩৩. তুমি যদি নিজের প্রতি সৎ না হও, তুমি তোমার জীবনে সফলতা অর্জন করতে সক্ষম হবে না। ৩৪. ছদ্মবেশে বন্ধুসেজে থাকা স্বাধীনতাবিরোধী চক্র, অতি প্রতিক্রিয়াশীল ও ধর্ম ব্যবসায়ীদের ভয়াল ছোবলের হাত থেকে পরিত্রাণ না পেলে বর্তমান প্রজন্মের ধ্বংস অনিবার্য।

৩৫. মোল্লার দৌঁড় মসজিদ পর্যন্ত আর বাংলাদেশে বিদ্যমান শিক্ষাব্যবস্থায় আমাদের বিদ্যার দৌঁড় পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। ৩৬. যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠদানরত শিক্ষকদের মানের তুলনামূলক পরিসংখ্যানে স্ট্যাণ্ডার্ড ডেভিয়েশনের মান যত বেশি সে দেশের শিক্ষা ব্যবস্থায় ভারসাম্যহীনতা তত বেশি। (শিক্ষার্থীদের ক্ষেত্রেও সমভাবে প্রযোজ্য) ৩৭. নিজেকে জানো, নিজেকে বুঝ ও নিজের উপর বিশ্বাস রাখ; সাফল্য নিশ্চিতভাবে তোমাকে স্বাগত জানাবে। ৩৮. তোমার বর্তমানের প্রতিটি কর্ম তোমার অতীত ও বর্তমানের সমন্বিত প্রতিফলন। ৩৯. আমরা প্রতিনিয়ত আমাদের যা নেই তার হিসেব কষছি অথচ যা আছে তার কতটুকু সঠিকভাবে ব্যবহার করছি নিয়মিত তা কি ভেবে দেখছি? ৪০. আমরা ইতিহাসকে ভুলে যাই, ইতিহাস আমাদের ভুলে না।

আমাদের তথ্যের বিকৃত করা দেখে ইতিহাস বিদ্রুপের হাসিতে শংকিত আগামীর পূর্বাভাস দেয়। ৪১. একজন শিক্ষার্থী যদি ভুল পথে চলেন তাহলে শিক্ষার্থীসহ বেশ কয়েকজনের ক্ষতি হতে পারে কিন্তু একজন অযোগ্য, অদক্ষ শিক্ষকের কারণে একটি সমাজ এমনকি একটি দেশও ধবংস হয়ে যেতে পারে। ৪২. তোমার জীবনের প্রতিটি মুহূর্ত যুদ্ধকাল। তুমি সফল হবে যদি দীর্ঘ জীবন যুদ্ধে লড়াই করার কলা-কৌশল তোমার জানা থাকে। ৪৩. অবাধ তথ্য প্রবাহের এ যুগে আমরা বাঙালিরা প্রায় সবাই অলরাউণ্ডার হতে চাই, বিশেষায়িত নয়।

নিজেদের দুর্বলতা, সামর্থ্য ও সম্ভাবনা নিরুপণে আমরা ব্যর্থ। যার ফলে কোনটাই শেষ পর্যন্ত হয়ে উঠা হয় না। ৪৪. অন্যদের প্রতি সম্মান দেখানোকে বিনয় বলে না। আপনি যদি ধর্ম, গোত্র, লিঙ্গ, ব্যক্তি ইত্যাদি নির্বিশেষে আপনার সঠিক মতামত প্রকাশ করার মত সাহসী হন তবে সেটিকে আপনার বিনয় বলা যেতে পারে। এই মৌলিক গুণ আপনাকে মহান করতে পারে! ৪৫. আমরা কেউ কোন অপরাধ করলে বলি সে অপরাধ করেছে কিন্তু একবারও ভাবি না কেন অপরাধ করেছে, আসলে সমস্যা কোথায়? আর তা না জানার কারণেই সমস্যাগুলোর সঠিক সমাধান আসে না।

৪৬. আমাদের সমাজে শিক্ষিত বলে যারা নিজেদের দাবি করি সেই আমাদের ভাবনার পরিধি আজো অনেক ছোট তাই বিভিন্ন, বৃহৎ দৃষ্টিকোণ থেকে আমরা সুদূরপ্রসারী চিন্তা করতে ব্যর্থ হই। ৪৭. জানুন নিজেকে কিভাবে সম্মান করতে হয়। আপনি যদি নিজেকে সম্মান করতে পারেন, আপনার চারপাশের মানুষজনও আপনাকে সম্মান করবে। ৪৮. যাদের সঠিক বোধশক্তি আছে জীবনটাকে তারাই উপলব্ধি করতে পারে। ৪৯. যেখানে অর্থনৈতিক মুক্তি নেই সেখানে মূল্যবোধের কোন স্বাধীনতা নেই।

৫০. এই পৃথিবীতে সফল হতে হলে প্রত্যেককে তার নিজের কাজের চাকর হতে হবে। মোঃ মুজিব উল্লাহ: আমাকে ফলো করতে পারবেন ফেসবুক ও টুইটারে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।