আমাদের কথা খুঁজে নিন

   

চাল নিয়ে চালবাজিঃ ট্রানজিটের জন্য তীব্র চাপঃওপারে বিচ্ছিন্নতাবাদীদের অপতৎপরতাঃএপারের চেতনাবাজরা অচেতন কেন?

ইট মারলে পাটকেল খেতে প্রস্তুত থাকুন .....

অনেক আগে থেকেই আঁচ করা যাচ্ছিল ভারতীয় মন্ত্রীর সুস্পষ্ট আশ্বাসের পরও চাল নিয়ে ভারতের ক্রমাগত চালবাজির পেছনে তাদের কি উদ্দেশ্য কাজ করছিল, Click This Link একটা প্রচলিত প্রবাদ হলো "আকালমন্দ কেলিয়ে ইশারা কাফি"- বুদ্বিমানদের জন্য ইঙ্গিতই যথেষ্ট। আমাদের সেনা প্রধানের সস্ত্রীক ভারত সফরোত্তর ঘোড়া প্রাপ্তি, জনগন কে না জানিয়ে আকাশ ট্রানজিট চুক্তি, ভারতের অপমানজনক শর্ত মেনে সরাসরি ট্রেন যোগাযোগ চুক্তি, সর্বশেষ এক দঙ্গল রিটায়ার্ড ভারতীয় সেনাকর্তাকে দেশে আনয়নসহ বোধকরি প্রকাশ্য অপ্রকাশ্য এমন অনেক নৈবদ্য দেয়া হয়েছে দাদা'দের দিল খোশের জন্য, কিন্তু বিধি বাম দাদাদের চিত্ত প্রসন্ন হলোনা আমরা চুক্তিকৃত চাল পেতে প্রতিনিয়ত নিত্য নতুন বাধার সম্মুখিন হচ্ছি। আবার ভারতিয় রাস্ট্রচর পিনাক চক্রের ৬০ দিনের মধ্যে চাল সরবরাহের ঘোষনা বলে দেয় ... বাংলাদেশকে ভাতে মারার পানিতে মারার সুদুর প্রসারি চক্রান্ত ঝড়ো গতিতে এগিয়ে চলেছে। এদিকে তিন পার্বত্য জেলায় সন্ত্রাসী লারমাদের পূনঃসংগঠিত করনের খবর পুরনো, নতুন খবর হলো ভারতে বাংলাদেশের সার্বভৌমত্ব বিরোধি প্রকাশ্য আন্দোল হচ্ছে, আগে শোনা যেত কালি দাস বৈদ্যের বঙ্গভূমির নাম ,,, এবার নতুন সংযোজন হলো নিখিল বঙ্গ নাগরিক সংঘ। তাদের বাংলাদেশে সংখ্যালঘূ নির্যাতন - সংখ্যালঘু সম্পত্তি জবর দখল সংক্রান্ত দাবী এদেশীয় কিছু সংবাদপত্র, সাংবাদিক, বুদ্বিজীবি'র জবানের সাথে অদ্ভুত রকমের মিলে যায়, আমরা বলতে চাইনা তারা ভারতীয় স্বার্থরক্ষায় আত্মৎস্বর্গকারী এদেশীয় চর, তবে অবিরত তাদের দেশঘাতি বক্তব্য আর বাংলাদেশ বিরোধী তৎপরতায় তাদের রহস্যজনক নিরবতা আমাদের আতংকিত, আশংকিত ও ভীত করে, তাদের ব্যাপারে আমাদের আরো সন্দিহান করে তোলে। তাছাড়া সাম্প্রতিক কালে দেশের পরিবর্তিত পরিস্থিতিতে যারা নিত্য নতুন কিছু ইস্যু নিয়ে মাঠে ময়দানে হহ্নি তহ্নি করছে, তারাও এ সরকারের দেশ বিরোধী নানা কর্মকান্ড়ের কোনই প্রতিবাদ করছেনা দেখে সন্দেহের কোনই অবকাশ থাকেনা যে বিভিন্ন ফোরাম নামধারীরা মূলতঃ উদ্দেশ্যমূলক ভাবে বিভিন্ন ইস্যুকে সামনে এনে দেশের স্বার্থ সংক্রান্ত মূল ইস্যু থেকে জনগনের দৃস্টি সরিয়ে রাখতে চায়। নতুবা অভিন্ন নদীর ন্যায্য পানির দাবীতে, সিমান্তে পাখির মত মানুষ মারার প্রতিবাদে, ভারতের প্রচ্ছন্ন আশ্রয় প্রশ্রয়ে বাংলাদেশ বিরোধী অপকর্মের প্রতিবাদে তারা কার্য্যকর আন্দোলন গড়ে তুলতো। আজ আমাদের দরকার ভাসানীর মত নেতা, শেখ মুজিবের মত সংগঠক, প্রেসিডেন্ট জিয়ার মত দেশ প্রেমিক, মেজর জলিলের মত প্রতিবাদির, ভুঁইফোড় কতেক ফোরামের / ফারমের আড়ালে লুকিয়ে থাকা মির জাফর, লেন্দুপ দর্জি আর ঘষেটি বেগমদের নয়। এসংক্রান্ত আমার পুর্ববর্তী লেখা দেখতে: Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।