আমাদের কথা খুঁজে নিন

   

দেলোয়ার হোসেন সাঈদীর আরেকটি সাক্ষাৎকার

তি তি - আসসালামু আলাইকুম : ওয়ালাইকুম। ধ্যাত, তেরি। কে আপনি? - আমি। ঐ তো আগেরদিন সাক্ষাৎকার নিয়েছিলাম। : ও, আপনি।

আগেরদিন আপনার শেষ কথাগুলো শুনে আমার কলিজা বের হয়ে গিয়েছিলো। সেদিন থেকে ভয়ে আছি। - আমি তো আর আপনার মতো পাকিস্তানি না। আমরা বাঙালিরা নির্ভয়ে কথা বলি। : কী বলবেন? বলেন তো।

- আপনি দেলোয়ার হোসেন সাঈদী? : হ্যাঁ, আমিই সেই দেলোয়ার হোসেন সাঈদী। আমিই বাঙালির চুইদি রাজাকার। - নাউযুবিল্লাহ। : আলহামদুলিল্লাহ। - আলহামদুলিল্লাহ কেন? : আমি গর্বিত আমি রাজাকার।

জানেনই তো, আল্লাহর ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না। তাই আল্লাহ আমাকে রাজাকার বানিয়েছে। সেই আল্লাহর প্রশংসা করছি। - আপনি গতকাল ট্রাইবুনালে বারবার আল্লাহর কসম দিচ্ছিলেন কেন? : আমরা আল্লাহর, রাসুলের, ধর্মের দোহাই দিয়ে খুন, ধর্ষণ, মানবতাবিরোধী কাজ করেছি। আল্লাহর কসম দেওয়া আমাদের একটা পেশা হয়ে গেছে।

- মতিউর রহমান নিজামী আজ বলেছে, মুসলমানদের ধর্মানুভূতি বড্ড দুর্বল। আসলেই কি তাই? : জি, জি। মতি ঠিক বলেছে। আর এটিই আমাদের মূল হাতিয়ার। কিছু ধর্মীয় বিদ্বেষ ছড়িয়ে দিলে এরা একটুতেই মারামারি, খুনোখুনি করে।

- তো সম্ভবত কালকে আপনার রায়। আপনার মনের অনুভূতি কেমন? : খুব ভালো না। ভেবেছিলাম, এই সরকার ক্ষমতা থেকে চলে যাওয়ার মুহূর্তে আমাদের রায় হবে। কিন্তু তা হলো না। আপিল করার সুযোগ দিলেও আপিল সরাসরি প্রত্যাখান করে দেবে।

বিএনপি ক্ষমতায় আসলে আমাদের বাঁচার একটা সুযোগ ছিলো। - তো আপনি গতকাল ট্রাইবুনালে কোরানে হাত দিয়ে বলেছিলেন, রাজনৈতিক যড়যন্ত্রের কারণে আপনাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং বিচার করা হচ্ছে। এটি কি ঠিক বলেছেন? : বিশেষ কিছু ক্ষেত্রে মিথ্যা বলা যায়। যেমনঃ কোনো জীবন বাঁচাতে। আমি মিথ্যা বলে আমার জীবন বাঁচানোর অনেক চেষ্টা করছি।

ঐ যে ফোনসেক্সের ব্যাপারে আমার স্ত্রীকে মিথ্যা বলেছিলাম। স্ত্রীর মন সন্তুষ্ঠ করতে মিথ্যা কথা বলা যায়। - তো আপনার শাস্তি কী হতে পারে? : মৃত্যুদণ্ড। - কীভাবে বুঝলেন? : আরে আমাদের বাচ্চু রাজাকারের ফাঁসি দিলো। আর আমাদের দুধ কলা দেবে নাকি! আমাদেরকেও ফাঁসি দেবে।

- তো আপনার মৃত্যুদণ্ড দিলে, তা কার্যকর হবে? : আমার মৃত্যুদণ্ড দিলে আল্লাহর কসম, আল্লাহর আরশ কেঁপে উঠবে। - ঐসব ভাবনা বাদ দেন। আগেরদিন বলেছিলাম, আবারও বলছি, আল্লাহ যেমন আপনাদের মতো জানোয়ারের সব অন্যায় নীরবে সহ্য করেছে, আপনাদের মৃত্যুদণ্ডের বিষয়টিও নীরবে সহ্য করবে। সরকার কী করবে! এতদিন তো আপনার রায়ের জন্য অপেক্ষা করছিলাম। সবার রায় হবে।

কার্যকর হয় কি না, তা আমরা দেখবো। আপনার ফাঁসির রায় হলে, আপনাদের জামায়াত-শিবিরের নেতা, কর্মী, সমর্থকদের মুখ বন্ধ হয়ে যাবে। শুধু রায় হতে দেন, এরপর আমরাই আপনাদের মৃত্যুদণ্ডের রায় কার্যকর করবো। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.