আমাদের কথা খুঁজে নিন

   

সর্ট বায়োগ্রাফি : এডলাফ হিটলার - পৃথিবীর ইতিহাসে সব থেকে গুরুত্বপূর্ণ ঘৃণিত চরিত্র এডলফ হিটলার, যার নির্দেশে ষাট লাখ ইহুদীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

টাকার রোজগার না করতে হলে জীবনটা বেশ আশ্বিনের মিষ্টি রোদের সকালেরই মতো ধানী লাল ঘাসের মাঠে শিশির মাড়িয়ে আলতো সুখের পা ফেলে ফেলে হেঁটে বেড়িয়ে কাটিয়ে দিতাম....নদী থেকে নদীতে....মাঠ থেকে মাঠে....সকাল থেকে সন্ধ্যে :] দ্বিতীয় বিশ্বযুদ্ধের খলনায়ক এডলাফ হিটলার। কিন্তু তিনি যদি জিতে যেতেন তবে ইতিহাস ভিন্নভাবে লেখা হত। তিনিই হতেন সবচেয়ে শক্তিশালী রাজনীতিবিদ এবং ইতিহাসের মহানায়ক। ইতিহাস কেবল বিজয়ীদের জন্য লেখা হয়, বিজিতের জন্য নয়। কিন্তু এই বিজিত শুধু ইতিহাস গড়েননি, পৃথিবীর ইতিহাসকে পালটে দিয়েছেন বলা যায়।

জন্মঃ ফরাসি বিপ্লবের ঠিক একশো বছর পরে, ১৮৮৯ সালের ২০ এপ্রিল উত্তর অস্ট্রিয়ার ইন (Inn) নদীর তীরে ব্রাউনাউ (Braunau) শহরে সন্ধের সময় হিটলার এক পান্থশালায় জন্মগ্রহণ করেন। বাবাঃ হিটলারের বাবা এলইস হিটলার। তিনি একজন কাস্টমস অফিসার ছিলেন। অতিরিক্ত মদ্যপানের জন্য তার মেজাজ সব সময় সপ্তমে চড়ে থাকতো। ছেলেমেয়েদের পেটাতে তার হাত সবসময় নিশপিশ করত।

ছেলে-মেয়েদের তিনি কড়া শাসনেই রাখতেন। কিন্তু তেমন লাভ হয়নি। হিটলার তার বাবার মতোই গোয়ার ছিলেন। মাঃ হিটলারের মায়ের নাম ক্লারা হিটলার। তিনি স্বামীর চেয়ে তেইশ বছরের ছোট ছিলেন।

তিনি ছিলেন হিটলারের বাবার তৃত্বীয় স্ত্রী। এবং হিটলার ছিল তার চতুর্থ সন্তান। কিন্তু তার বড় দুই ছেলে আর এক কন্যা মারা যায় অল্প বয়সেই। তাই তিনি হিটলারকে খুব ভালোবাসতেন। হিটলার ও ছিলেন মা-অন্ত প্রাণ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৯ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.