আমাদের কথা খুঁজে নিন

   

সংকলিত পোস্টঃ সামহোয়্যারের নতুন এই অপশনটি নিয়ে ভাবনা

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

সামহোয়্যার কর্তৃপক্ষ স্বাধীনতা দিবসে ব্লগারদের কিছু নতুন ফিচার সহ আরো সুবিধাদি উপহার দেয়ার চেষ্টা করেছেন । সেজন্য সাধুবাদ সামহোয়্যারকে । তবে সেই সুবিধার সাথে কিছু অসুবিধার তৈরী হয়েছিল, সাহোয়্যার ধীরে ধীরে সেগুলো কাটিয়ে উঠছে এবং উঠবে সেই প্রত্যাশা করছি ।

সবচেয়ে সমস্যা কিংবা প্রশ্নের সম্মুক্ষিণ করেছে বোধহয় সংকলিত পোস্ট অপশন টি । প্রথমদিন তো আমি খুজেই পাচ্ছিলাম না এই বাটন দুটো, আরো দু-একজনের কাছে শুনেছি সেই সমস্যার কথা । তবে সেটা বোধহয় সাময়িত সমস্যা ছিল । আর তারচেয়েও বড় সমস্যা ছিল সেই সংকলিত পোস্ট ডিফল্ট থাকায়, সে সমস্যারও সমাধান হয়েছে । সামহোয়্যার ফাল্ডি রোধে যে পদক্ষেপ নিয়েছে সেটা বোধহয় ইতিবাচক হবে মনে হচ্ছে (বর্তমান অবস্থা দৃষ্টে ) আর সংকলি পোস্টকে ডিফল্ট রাখার কারণ সবার যা মনে হয় ব্লগ এ জামাতিদের উৎপাত এবং তাদের পোস্টের গণফলন (যদি সব কাটপেস্ট, কলের গানের মতন) দেখে নতুন যে কারো বিভ্রান্ত হবার সুযোগ থাকে ।

তাই এমন পাতা যাতে নতুনদের চোখে সবার আগে চলে না সেজন্য এব্যবস্থা । কিন্তু সমস্যাটা হচ্ছিল অন্য জায়গায় । পুরোন সবাই এই ব্যবস্থায় অভ্যস্ত না হওয়ায় অনেকেই সংকলিত ডিফল্ট পোস্ট দেখে এবং পোস্ট করা সত্ত্বেও নিজের পোস্ট খুজে না পেয়ে বিভ্রান্ত হয়েছে । আর সংকলিত পোস্টের নিয়মিত সংকলন না হওয়ায় একই পোস্ট লম্বা হয়ে দ-চারদিন ঝুলে থাকায় ব্লগের গতি সম্পর্কে মানুষের ভ্রান্তির স্বিকারের সম্ভবনা থেকে যায় । নতুন যে কারো কাছে এটা একটি স্থবির ব্লগ মনে হবে ।

সেজন্য ক্রমানুসারে পোস্ট ডিফল্ট করা হয়েছে , ব্লগারদের দাবির প্রেক্ষিতে । কিন্তু যে জন্য সংকলিত পোস্ট অপশনটি করা হলো সেটি তো সফল হলো না । সংকলিত পোস্টটি সফল করার জন্য কিছু ঝুটঝামেলা আছে । ২৪ ঘন্টা মনিটর করার জন্য মডারেটর দরকার হবে । সেটি অবশ্যই ব্যয় সাপেক্ষ ।

এবং এইসব তত্ত্বাবধায়কদের হতো নিরপেক্ষ এবং সংকলন হবারযোগ্য পোস্ট গুলোকেই তাদের নির্বাচিত করতে হবে । সেক্ষেত্রে সেই আদি অকৃত্রিম প্রশ্নটি এসে যায় কিসের ভিত্তিতে নির্বাচিত হবে সংকলিত পোস্ট । সেক্ষেত্রে আমি মনেকরি এখন যেপোস্টগুলোকে নির্বাচিত করা হচ্ছে তার পরিধিটা বাড়িয়ে দিলেই এই সংকলিত পোস্টের পাতাটি তৈরী হতে পারে । সেক্ষেত্রে সবচেয়ে জরুরী নিয়মিতভাবে পোস্ট সংকলন । যখনই একটি সংকলনযোগ্য পোস্ট আসবে সাথে সাথে সেটিকে নির্বাচন করা ।

নইলে ব্লগের গতিশীলতা কমে যাবে । কিন্তু সেক্ষেত্রে যেটা সমস্যা ব্লগারদের হতে পারে সাধারণ ব্লগাররা ব্লগ করার আগ্রহ হারাবে । তাই উভয়সংকট ই রয়ে যায় । সেক্ষেত্রে বর্তমান ব্যবস্থাই অবস্থাদৃষ্টে সুবিধার মনে করছি । তবে সংকলিত পোস্ট বাটন থাকলে তার নিয়মিত সংকলন প্রয়োজন ।

( সংকলিত পোস্ট অপশন নিয়ে কি করা যেতে পারে ব্লগারদের মতামত জানতে চাই )

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।