আমাদের কথা খুঁজে নিন

   

♣ কবিতাঃ “একুশ তুমি কথার মাঝে, আমার ভাইয়ের রক্তে”♣

যা বিশ্বাস করি না, তা লিখতে-বলতে চাই না, পারবোও না। কিন্তু যা বিশ্বাস করি, তা মুখ চেপে ধরলেও বলবো, কলম কেড়ে নিলেও লিখবো, মারলেও বলবো, কাটলেও বলবো, রক্তাক্ত করলেও বলবো। আমার রক্ত বরং ঝরিয়েই দাও, ওদের প্রতিটি বিন্দুর চিৎকার আরও প্রবল শূনতে পাবে। একুশ তুমি এসেছিলে তাই- মায়ের কোলে শিশুটি আজ বাংলায় কাঁদে, নৌকা বেয়ে ভাটিয়ালি কোন মাঝি বাঁধে। একুশ তুমি এসেছিলে তাই- রাজপথ ভরা তাজা রক্ত দেখেছি।

বাঙালি হয়েছি, বজ্র কণ্ঠে আওয়াজ তুলেছি, প্রতিবাদ শিখেছি। একুশ তুমি এসেছিলে তাই- হারিয়েছি স্বজন, হারিয়েছি ভাই, তবু এই চোখে কান্না তো নাই। নিয়েছ বটে, দিয়েছ শত, এসেছ বলে, বলছি কথা, অবিরত। একুশ তুমি এসেছিলে তাই- পেয়েছি আবাস, পেয়েছি শক্তি, কেড়ে এনেছি মায়ের মুক্তি। পেয়েছি জমিন-বাতাস-পাহাড়, পেয়েছি মান, অন্ন ক্ষুধার।

একুশ তুমি এসেছিলে তাই- পল্লি কবি-বিদ্রোহী এলো, শত ব্যাথা গ্লানি ধুয়ে মুছে গেল, তুমি এলে বলে বাংলা এলো আমার কথা স্বীকৃতি পেল। একুশ তুমি এসেছিলে তাই- আমি গাই বাংলায় গান, আমার শব্দে কবিতা লিখি, বাংলা আমার প্রান। বাংলা আমার-একুশ আমার, এই প্রানে অম্লান। একুশ তুমি এসেছিলে তাই- পথ পেয়েছি হেঁটে চলবার, একাত্তুরের পানে, ওরা মরেনি, মরবেও না, রইবে সবার মনে, এসেছিলে তাই, শ্রদ্ধা জানাই, সকল শহীদ জনে। কবিতা লিখব, বলব কথা, বায়ান্নর তরে, শহীদ মিনার, ফুলগুলো নাও, আমার ভাইয়ের পরে।

___________________________________________________ উত্সর্গ: যাদের বুকের রক্তে বায়ান্নর একুশে ফেব্রুয়ারিতে রঞ্জিত হয়েছিল বাংলার রাজপথ.... যাদের "দান" বাংলা ভাষাকে ব্যবহার ছাড়াও কারণে অকারণে অপব্যবহার ও বিকৃত করছি আমরা কোটি বাঙালি। সালাম সালাম, হাজার সালাম। ছবি:- ইন্টারনেট(গুগল)  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।