আমাদের কথা খুঁজে নিন

   

@ সীরাতুন্নবী: প্রারম্ভ ও তথ্যাবলী...

জন্মোপার থেকে পৃথিবী হয়ে অনন্তে >>> ©www.fazleelahi.com

বিসমিল্লাহির রহমানির রহীম পৃথিবীর আদি থেকে নিয়ে আজ পর্যন্ত অগণন মানুষ বিগত হয়েছে, তাদের মধ্যে বহুলাংশ অতি সাধারণ হলেও কিছু সংখ্যক ছিলেন অনন্য। আমরা চেষ্টা করি সেই অনন্যদের পদাংক অনুসরণ করতে। একথা সর্বজন বিদিত যে, সেসব মহামানবদের জীবনেও সকল কিছুর সমাবেশ ঘটা প্রায় অসম্ভব ছিল এবং বাস্তবেও তাই দেখতে পাই আমরা; কেবলমাত্র একজন ব্যতীত। তিনি হলেন ইসলামের নবী মুহাম্মাদ সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম। এ মহামানবের জীবনকে কেউ অনুসরণ করার সিদ্ধান্ত নিতে পারলে তার জন্য আর কারো কাছে জীবনের জন্য কোন বিধি পদ্ধতি পেতে হাত পাতার প্রয়োজন হবে না।

অনেক দিন থেকেই ভাবছি এ মহামানুষটির (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লাম) জীবনকে জানার ও জানানোর জন্য প্রয়াসী হবো। কিন্তু বিভিন্ন বাস্তবতা ভাবনার সে অগ্রগতিকে রুখে দিচ্ছিল বার বার। আজ সিদ্ধান্তে, সংকল্পে দৃঢ়তা নিয়ে যাত্রা শুরু করলাম; ইনশাআল্লাহ্ প্রিয় রাসূল সাল্লাল্লাহু 'আলাইহি ওয়াসাল্লামের জীবনকে অল্প কথায় তুলে ধরার সাধ্যানুযায়ী চেষ্টা করে যাবো। লেখাগুলো হবে বিস্তারিতের সংক্ষেপন। তথ্যাবলী সংগ্রহের জন্য আমার ভাবনা যাবতীয় সীরাতের সাহায্য নেই, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে শুরুতে হয়ত তা হতে দিতে পারবো না, তবে পরবর্তী যে কোন সময় যে কোন পর্বে সংযুক্তি নিয়ে আসতে পারি ইনশাআল্লাহ।

আপাতত শুরু করছি বিখ্যাত সীরাত গ্রন্থ- ১) আর রাহীকুল মাখতূম- আল্লামা ছফিউর রহমান মোবারকপুরী -অনুবাদ: খাদিজা আক্তার রেজায়ী ২)....... -থেকে। পরবর্তী যে কোন পর্যায়ের তথ্য সংযুক্তির সূত্রসমূহকে এ পোষ্টে যুক্ত করা হবে ইনশাআল্লাহ্। বেশ কিছু ছোট ছোট পুস্তিকাও সহায়ক হবে, চেষ্টা করবো সেগুলোরও উল্লেখ করার জন্য। তৌফিক তো কেবলমাত্র আল্লাহ্ রহমানুর রহীমের নিকট থেকেই আসে, আমরা তাঁর পানেই হাত বাড়িয়েছি....। পরে: @ সীরাতুন্নাবী: আরবের ভৌগোলিক পরিচয়।

লিংক: Click This Link


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।