আমাদের কথা খুঁজে নিন

   

প্রথম আলো ব্লগ শুরু করলে কী কী ঘটতে পারে?

স্বেচ্ছাচার না করা গেলে তারে স্বাধীনতা বলে না। স্বাধীনতা মানেই স্বেচ্ছাচারের অধিকার।

প্রথম আলো পত্রিকাটি তার অল্প জ্ঞান ও অধিক রুচিবোধ দিয়া মধ্যবিত্ত নাগরিক সমাজের বারোটা বাজাইয়া আসতেছে, অনেক দিন হইল। এখন যখন তারা ব্লগে নামছে ধারণা করা যায় সেই অল্প জ্ঞান (জ্ঞানীদের মত করে তথ্যের বিতরণ) ও অধিক রুচিবোধ বহাল রাখবে। তাতে দুই তিনটা কাণ্ড ঘটবে আশঙ্কা করি।

১. সামহোয়ার ইন ব্লগ পরিশীলনের মাত্রা বাড়াইয়া সচলায়তনে পরিণত হবে। ২. সচলায়তন লেখকদের সূতিকাগার বা লেখা জমিয়ে রাখার লাইব্ররিতে পরিণত হবে। ৩. ব্লগ বিষয়ে তথ্য মন্ত্রণালয়ে তদবির করার মারফতে পিআলো বন্ধুসভা উপযোগী ব্লগীয় কানুন প্রতিষ্ঠা করবে। যার জের টানতে হবে সকলের। আর কী কী ঘটতে পারে আপনারা জানান।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।