আমাদের কথা খুঁজে নিন

   

বুক রিভিউ - A Golden Age / চিটি

প্রতিটি দিন-ই হোক, একটি সুন্দর দিন

১৯৭১ সালের মুক্তিযুদ্ধের উপর ভিত্তি করে রচিত তাহমিমা আনামের প্রথম উপন্যাস "A Golden Age"। লেখিকা তাহমিমা আনাম বাংলাদেশে জন্মগ্রহন করেছিলেন, কিন্তু বড় হয়েছে নিউইয়র্ক সিটি এবং ব্যাংককে। বর্তমানে লন্ডনে বসবাস করছেন। মিস আনাম যখন আমেরিকার হার্ভাড বিশ্ববিদ্যালয় থেকে নৃ-তত্ত্ববিদ্যার উপর ডক্টরেট নিচ্ছিলেন তখন তার গবেষণার বিষয়বস্তু ছিল Native country. গবেষণার প্রাক্কালে দেশ-প্রম থেকে A Golden Age লেখার অনুপ্রেরণা পান এবং কাজ শুরু করে দেন। যখন লেখিকা জনসম্মুখে সাক্ষাৎকার দেন তখন তিনি যুদ্ধ, মুক্তিযুদ্ধে ছাত্রদের ভূমিকা, মুক্তিযোদ্ধা, মা এবং রাজনীতিবিদের কথা উল্লেখ করেন।

মিস আনাম জানান, " যখন আমি গবেষণার কাজ শেষ করি তখন মনে করলাম, আমার একটা উপন্যাস লেখা উচিত" - যা হবে মুক্তিযুদ্ধ সর্ম্পকিত। মিস আনাম আরো জানান, বস্তুতঃ সে যখন স্মরণ করতে যাচ্ছিলেন মুক্তিযুদ্ধের করুণ দৃশ্য, কিন্তু লিখে বসেন একটি গল্প যা কিনা একজন যুবতী বিধবাকে নিয়ে, যার নাম হলো রেহেনা হক। রেহেনা হক যুদ্ধের সময় নিজেকে সম্পৃক্ত করেছিলো, সে সময়ে নিজের সন্তানদের আগলে রাখার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলো। মিস আনামের সমস্ত লেখা ছিল গবেষণামূলক কিন্তু প্রধান চরিত্র রেহেনা, যে কিনা লেখিকার দাদী। A Golden Age সম্বন্ধে মিস আনাম বলেন, ইহা হলো লেখিকার প্রথম উপন্যাস।

দ্বিতীয় উপন্যাসের কাজ তিনি শুরু করে দিয়েছেন " ১৯৪৭ সালের ভারত বিভাজনের উপর ভিত্তি করে"- রেহেনার বাবকে প্রধান চরিত্র করে রচিত হবে। তৃতীয় উপন্যাস হবে বাংলাদেশের উপর। A Golden Age গত বছর বৃটেন থেকে প্রকাশিত হয়েছে। দেশে বিদেশে ব্যাপক আলোচিত হয়েছে। বইটির বর্তমান মূল্য ১৪.৯৯ পাউন্ড, পৃষ্টা-২৮৮ প্রকাশক- JOHN MURRY PUBLISHERS


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।