আমাদের কথা খুঁজে নিন

   

হায় চাঁদ কতো ক্ষমতাবান তুমি!

http://www.paybox.me/r/rihan

হায় চাঁদ! হায় লাজুক ভেজা ভেজা চাঁদ, স্নিগ্ধতার সকল দ্বার খুলে দিয়ে তুমি জেগে ছিলে গতরাতে আকাশের বুকে, তোমায় দেখে মনে হয়েছিলো যেন তুমি সদ্য স্নান-ফেরত কোন রমনী, জলের ছোঁয়ায় নতুন প্রাণে বেজে উঠে যেমন তার স্নিগ্ধ রূপখানি, ঠিক তেমনি লাবণ্যের শেষ বিন্দু ফোটা নিয়ে তুমিও নতুনভাবে যেন সেজে উঠেছিলো গতকাল পৃথিবীর বুকে, বৃষ্টির জলে ধুয়ে মুছে যেন আরও নতুনভাবে শাণিত হয়ে ফিরে এসেছিলো তোমার যৌবনখানি, বিদায়ের সুর বাজানো বসন্তের প্রকৃতির কোলে তুমি এ কোন রূপের ঝলকানি দেখিয়েছিলে, ভাসায়ে দিয়ে সমস্ত প্রকৃতি তোমার জ্যোৎস্নার সায়রে-- তুমি কি বসন্তরে আরও কিছুদিন থেকে যাওয়ার অনুরোধ জানিয়েছিলে? কী বিরাট আস্পর্ধায়, কী বিরাট আহ্লাদে তুমি গতরাতে দুর্লভ প্রেম জাগালে পৃথিবীর বুকে, জ্যোৎস্না আর বৃষ্টির কী দুর্লভ প্রেমই না হয়ে গেলো বড় নিভৃতে,তোমার সুশীতল ছায়া তলে, হায় চাঁদ! বড় ক্ষমতাবান তুমি, বড় দুর্লভ, দুষ্প্রাপ্য তোমার রূপের জাদুকাঠিখানি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।