আমাদের কথা খুঁজে নিন

   

* প্রযুক্তি যেন আমাদের জীবনের অনুভূতির সাথেও মিশে যাচ্ছে দিন দিন। মানুষের জীবনকে সহজতর করে তুলছে দিনদিন * যারা প্রতিদিন ইন্টারনেট এ অনেক সময় কাটাটে ভালবাসেন তাদের জন্য

চমৎকার একটি ওয়েবসাইট অনলাইন বাংলাদেশ (http://www.onlinebd.org) । আমরা প্রতিদিন সামহোয়্যার ইন ব্লগ, টেক টিউনস, প্রথম আলো, বাংলাদেশ প্রতিদিন, কালের কন্ঠ এরকম অনেক নিউজ়/তথ্যবহুল ওয়েবসাইট একাধিক বার ভিসিট করি। এছাড়াও বিভিন্ন সময়ে বিভিন্ন বাংলাদেশি ওয়েবসাইট আমাদের অনেক দরকার হয়। মাঝে মাঝে হয়তো বা দরকারি ওয়েবসাইট টি খুজে না পেয়ে হতাশ হুয়ে যাই। তারপর ও বিভিন্ন ওয়েবসাইট (ইউআরএল) থেকে বিভিন্ন ধরনের তথ্য আমাদের জানতে হয় অথবা সংগ্রহ করতে হয়।

এতে করে আমাদের সমস্ত ওয়েবসাইট এর URL মুখস্ত রাখতে হই এবং আলাদা আলাদা ট্যাবে তা ওপেন করে কাজ করতে হই। এসমস্ত অনেক কারনে কম্পিউটার অনেক slow পারফরমেন্স দেয় এবং আমাদের মস্তিস্ক ও বেশি সময় কাজ করতে পারেনা ফলে আমাদের অল্প কিছু সময় পরে আর কাজ করা সম্ভব হয়না। এইসব সমসসার সমাধান সরুপ অনলাইন বাংলাদেশ (http://www.onlinebd.org) ওয়েবসাইট টি। যেসমস্ত জিনিস অই ওয়েবসাইট টিতে সহজেই করতে পারা যাবে সেগুলো হছেঃ ১ সকল বাংলাদেশি সংবাদপত্র (৭০ টির উপরে) একজায়গাতেই পড়া যাবে। এতে করে এতগুলো ওয়েবসাইট এর নাম আলাদা ভাবে মনে রাখার কোনো দরকার হবেনা।

এবং কোন খবর বাদ যাওয়ার কোনো চান্স নেই। ২ সংবাদপত্র ছাড়াও ব্লগ, টিউটোরিয়াল, টিভি, রেডিও, মিডিয়া, স্টক, খেলাধুলা, ক্যারিয়ার,ও অন্যান্য অনেক প্রয়োজনীয় ওয়েবসাইট এমনকি গুগল, ইয়াহু ও প্রয়োজনীয় সকল ওয়েবসাইট একজাইগা থেকেই ব্যবহার করা যাবে। গুগল সার্চ করতে করতে মাথা খারাপ হওয়ার কোন চান্স নেই। ৩। ২০০-৩০০ টি ওয়েবসাইট মনে না রেখে এখন থেকে একটি ওয়েবসাইট মনে রেখেই সকল কাজ করা সম্ভব।

আর সেটি হছে অনলাইন বাংলাদেশ। আমি ওয়েবসাইট টিকে ডিফল্ট হোম পেইজ করে ব্যবহার করছি ফলে ইন্টারনেট এ টাইম কাটানো অনেক সহজ হয়ে গেছে এখন। ভাল লাগলো দেখে শেয়ার করলাম। তাই আপনারা ও চাইলে একবার ভিসিট করে আসতে পারেন ওয়েবসাইট টি। আশা করি সবার ই অনেক ভাল লাগবে।

ওয়েবসাইট টির URL : http://www.onlinebd.org ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।