আমাদের কথা খুঁজে নিন

   

ফোন ফ্রেন্ড



তুমি আমার বন্ধু হবে? হবে আমার গল্প? চলবে কথা তোমার সাথে বেশি কিংবা অল্প। তুমি আমার ব্যথা হবে? হবে আমার কষ্ট? অন্তবিহীন কথা বলে করব সময় নষ্ট। সব-ই না হয় হলাম আমি বন্ধু তোমার জন্য। পরিচয়টা দিলে তুমি হতাম আমি ধন্য। পরিচয়টা আর কি বলব আমি হলাম বন্য। অতি ক্ষূদ্র মানুষ আমি আমি অতি নগন্য । পরিচয়টা চাইছ তুমি করছি আমি ছলনা। তার চাইতে সম্পকের্র নামটা দেই চলনা। আমাদের দেশে এখন চলছে এক ট্রেন্ড যে সম্পকের্র নাম ফোন ফ্রেন্ড।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।