আমাদের কথা খুঁজে নিন

   

ভ্রমন সমগ্র- যশোর



পোলাপাইন ও মাইয়াপাইনরা কন তো দেখি যশোর কিসের জন্য বিখ্যাত? হাত তোলেন। মধু ও খেজুরগুড়। বুঝা গেল? মধু মানে মাইকেল মধু। বাংলা সাহিত্যের কিংবদন্তি মাইকেল মধুর জন্ম কেশবপুরের সাগরদাড়ীগ্রামে। আর হরেকরকম খেজুরগুড়ের কথা শুনে কার না চেকে দেখতে ইচ্ছে করছে।

প্রথমবার স্কুল পালিয়ে যখন কলকাতা গেলাম সে প্রায় দেড়যুগ আগের কথা। ফলে বেনাপোল আসা হয়েছিল বহু আগে। যশোর বলতে তখন শুধু বেনাপোল। এতদিন পর আবার যশোর এলাম তাও পর পর দুবার। আবার অনেকে বলতে পারেন বিখ্যাত প্রেক্ষাগৃহ মনিহারের কথা।

যদিও পুড়ে যাবার পর সেই জৌলুস আর নাই। তার পরও যশোরটা ভাল লাগে। মধুসুদনের বাড়ীটা দেখলে অদ্ভুদ একটা অনুভুতি হল আমার। মনে হল মাতাল অবস্থায় দেখতে পাবো পুকুর পাড়ে মধুকে। জলযোগে লুচিভাজি খাইতে ভুইলেন না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।