আমাদের কথা খুঁজে নিন

   

সেই শিশুটিকেও আমি স্বাধীনতাবিরোধী বলতে চাই



একথা সবাই জানেন জামাত একটি ক্যাডারভিত্তিক সংগঠন। একেবারে শূন্য থেকে একজন কর্মীকে ধীরে ধীরে জামাতের আদর্শের উপযুক্ত করে গড়ে তোলা হয়। কিন্ডার গার্টেন থেকে শুরু হয় এই যাত্রা। স্কুল, কলেজ আর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায় পেরিয়ে জামাতের স্বাধীনতাবিরোধী আদর্শ বুকে ধারণ করে উঠে আসে তারা। এই সংগঠনের একজন নেতা কিংবা কর্মীর বয়স সত্তরই হোক আর সাতাশই হোক তাতে কিছুই যায় আসে না। স্বাধীনতাবিরোধী হওয়ার জন্য বয়স কোনও প্রধান বিষয় নয়। প্রধান বিষয়, আদর্শ। বিশ্বাস। জামাত পরিচালিত কিন্ডার গার্টেনে যে শিশু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় নেতাদের সম্পর্কে ভুল ধারণা গ্রহণ করছে, আমাদের প্রিয় জাতীয় সঙ্গীতের পরিবর্তে গাইছে ‘পাকসার জমিন সাদবাদ’ এবং ‘বাংলাদেশের স্বাধীনতা ছিল একটি ভুল রাজনৈতিক সিদ্ধান্ত’ এই আদর্শ ধারণ করছে সেই শিশুটিকেও আমি স্বাধীনতাবিরোধী বলতে চাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।