আমাদের কথা খুঁজে নিন

   

যখই নিবিড় করে.....

জীবন যখন যেখানে যেমন

যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে তখনই দু চোখ বুজি আমি নয়নে স্বপনে দেখি শুধু তোমায় বিরহ বরষায় মেঘেরই ছায়ায়.... তুমি যে রয়েছ অভিমানে খেয়ালে জড়ানো অনুরাগে জীবনে এখনো গানে গানে তোমারই কারণে জোড়া লাগে উদাসী বিকেলে দখিনা হাওয়ায়.... যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে তখনই দু চোখ বুজি আমি নয়নে স্বপনে দেখি শুধু তোমায় বিরহ বরষায় মেঘেরই ছায়ায়..... তুমি কি তেমন আছো আজও আমাকে নিরবে ভালোবাস তুমি কি এখনো সুরে বাজো আমার এই ছবিটির কাছে এসে এখনো ফোটে ফুল মাধবীলতায়...... যখনই নিবিড় করে পেতে চাই তোমাকে তখনই দু চোখ বুজি আমি নয়নে স্বপনে দেখি শুধু তোমায় বিরহ বরষায় মেঘেরই ছায়ায়...... ( অসম্ভব সুন্দর একটা গান,আমার অদ্ভুত ভাল লাগে।পুরোপুরি আমার মনের ভেতরের কথা গুলো দিয়ে সাজানো হয়েছে যেন গানটা....শুধু তারই জন্য।আপনাদের সাথে শেয়ার করলাম।আমাকে জানিয়েন কেমন লাগলো.....ভাল লাগবে তাহলে।) Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।