আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগের ব্যানার পরিবর্তন কি খুব কষ্টের ??

যুদ্ধাপরাধীদের বিচার চাই । কাদঁতে আসিনি ফাসিঁ দাবী নিয়ে এসেছি ।

একটা সময় ছিল, সামহোয়্যারের ব্যানার সবসময়ই একই রকম । ব্যানার পরিবর্তন হতে পারে কিংবা করা উচিত তখণ এমন ভাবনা কারোই ছিল না । সময় বদলাইছে (... আমি কইনা, মোবাইল ফোনওয়ালারা কয় ) এখন মৌসুমে মৌসুমে ব্যানার পরিবর্তন হয় । কিন্তু হঠাৎ কিছুদিন যাবত সামহোয়্যার চুপচাপ । কেমন যেন ম্যান্দায়া গেছে মনে হচ্ছে, ফেব্রুয়ারীর অমর একুশের ব্যানার লইয়্যা এই উত্তাল মার্চেও বইস্যা আছে । তাই প্রশ্ন জাগল ব্যানার পরিবর্তন কি খুব কষ্টের ?? (আমি মুর্খ মানুষ, যদিও সার্টিফিকেট অনুযায়ী কুমউনিকেশন ইন্জ্ঞি.) তবে গ্রাফিক তৈরী করার কেউ নাই?? আমার জানা মতেই ব্লগেই হাজার হাজার ডিজাইনার কিলবিল করতেছে একটু আওয়াজ দিলেই লক্ষ লক্ষ ব্যানার ডিজাইন সমেত হাজির হইব.. তাহলে সেটাও তো সমস্যা নয়, তবে সমস্যাটা কোথায়?? যদি একই ব্যানার সবসময়ই ব্যবহার করা হয় তবে শুধু সমাহোয়্যারের ব্যানার থাকুক, নইলে অন্য মাস গুরোতেও ব্লগাররা পরিবর্তন আশা করবে । কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ সমেত মন্তব্য কামনা করছি ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.