আমাদের কথা খুঁজে নিন

   

আদি প্রীতি

[অন্যর দোষ না খুঁজে আগে যদি সবাই নজের দোষটা খুঁজত তাহলে বোধহয় সব সমস্যার সমাধান হয়ে যেত]............... [পথের শেষ নেই, আমার শেষ আছে, তাইত দ্বন্দ্ব] http://mamunma.blogspot.com/

কবেই ভুলেছে মানুষ সেই আদিকালের অকৃত্রিম গুহাবাসের ঐতিহ্য স্মৃতি ধারাবাহিক কালের স্তরে স্তরে সভ্যতার চরম আগমনের সেটাই তো রীতি। কবেই হারিয়েছে মন মানুষেরই সব আদিকালের সেই আগুন পানি ভীতি কালের ধারায় সভ্যতার সাথে সেই আগুন পানি নিয়ে কত না সফল কীর্তি। তারপরও গোাপনে কোথাও কালো গুহার টানে এগিয়ে চলে সভ্য মানবের দেহ, বাস্তবতা বাদ দিলে সেতো আদিরসেরই মোহ। তাপের দ্বৈত আধিক্যে সেথায় আগুন জ্বলে ওঠার ভয় গোপন অভিসারের গোপনীয়তায় পানিতে ডোবার ভয় সেখানে তাই আদি রসের উন্নতি অথবা সভ্যতারই ক্ষয়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।