আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: আমার আঁকা কিছু ছবি (কাকের ঠ্যাং বকের ঠ্যাং...) পর্ব-১

আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই আমি ছবি আঁকতে ভালবাসি, এটা আমার একপ্রকার রোগ। মাঝে মাঝে এমন হয় দিন রাত এক করে একেই যাছ্ছি তো যাছ্ছিই থামাথামি নেই। আবার দেখা গেল মাস পার হয়ে যাছ্ছে, হাতে পেন্সিল তোলা হয়না। তো যাই হোক, এখানে আমার কিছু প্রিয় ছবি আপনাদের দেখালাম, আশা করি ভাল না লাগলেও অতি মন্দ কিছু লাগবে না। Time that stopped (থেমে যাওয়া সময়-সবকিছু থেমে যায়, ভালবাসাই কি আর দেয়ালে ঝোলানো ঘড়িই কি, একসময় থেমে যায়) Pinku (আমার বিড়াল পিংকু- অনেক আদরের বিড়াল আমার, মানুষের চেয়েও ভাল বুঝত আমাকে, অকালে ফেলে চলে গেল) Sadness(বেদনা)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।