আমাদের কথা খুঁজে নিন

   

হে সময়--আমি হেরে গেলাম।

http://www.paybox.me/r/rihan

হে সময়, আমি হেরে গেলাম তোমার কাছে, আমি সাদা নিশান উড়িয়ে দিলাম, এই যু্দ্ধ শেষ, যে যুদ্ধ শুরু করেছিলাম আমি বহুকাল আগে, যখন আমার শরীরের প্রতি ভাঁজে লাল রক্তের টগবগানি ছিলো, যখন আমার সমস্ত আত্মাজুড়ে আমার প্রিয়াকে পাওয়ার ব্যাকুলতা বজ্র চিৎকারে বেজে উঠেছিলো, তখন আমি দাম্ভিক প্রতাপে যুদ্ধ ঘোষণা করেছিলাম, তোমার বিরুদ্ধে, আমি তরবারি উঠিয়েছিলাম, যার প্রতিটি খাঁজে শাণ দিয়েছিলো আমার প্রিয়ার অভয়বাণী, আমি হুংকার দিয়ে তোমায় বলেছিলাম-- হে সময়--পারলে ঠেকাও, আমি তোমার বুকেই বাজাবো, আমার বুকে আমার প্রিয়ার আগমনের পদধ্বনি। হে সময়--তুমি চেয়ে দেখো, পরাজিত আমি, নত মস্তকে বসে আছি তোমার পদদ্বারে, সর্বশান্ত আমি আজ বড় ক্লান্ত, ক্ষমাপ্রার্থী তোমার দরবারে, হে সময়--আমি বুঝে গেছি, তোমার অশ্বক্ষুরের আঘাতে মহাকালের যে ধূলো উড়ে এই জগৎ-ময়দানে, তার মাঝে সব মিশে যায়, সব হারিয়ে যায়-- প্রেম, ভালোবাসা, মায়া: আমার অপেক্ষায় অপেক্ষায় ক্লান্ত তার বুড়ো স্বপ্নগুলো নিয়ে আমার প্রিয়াও অবশেষে হারিয়ে গেলো, তাই আমিও হার মেনে নিলাম, নিজেকে বিলিয়ে দিলাম তোমার তরবারির নীচে, তুমি আমায় কাটো, রক্তাক্ত করো, আমাকেও মিশিয়ে দাও সে ধুলোয়, যে ধুলোর কোথাও হয়তো মিশে আছে-- আমার প্রিয়ার প্রতিচ্ছবি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।