আমাদের কথা খুঁজে নিন

   

উত্তীর্ণ পদাবলী



একদিন সব ভুল ভেঙে যাবে, কুল ছেপে সব নদী একদিন। সবফুল আমড়ার বনে জড়ো হবে। সবপাখী, সবসুর, সবকথা -- নবনী আনন্দে আঁকা বীথিলতা, একদিন এখানেই পথ খুঁজে পাবে। একদিন আক্রোশে সব মাটি গুড়োপল্লবে শাণিত শঙ্কার ভুলে, একদিন। তবু একদিন, ভালবাসা রয়ে যাবে সব মানবীর বুকে এঁকে দিতে ব্যাথা, সব মানবের চোখে তুলে রেখে কথা, একদিন সব পদাবলী, এখানেই এক হবে। এখানে এখনও আমি প্রতিটি অপেক্ষার প্রহরে থাকি চোখ মুদে অপেক্ষানাশের প্রতীক্ষায়, একদিন, আহা, একদিন। তথাগত রায় জুলাই, ২০০৪

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.