আমাদের কথা খুঁজে নিন

   

চাই গণতান্ত্রিক পরিবেশ

কি বলব জাতি হিসাবে আমরা শান্তি-স¤প্রীতি, মানবাধিকার এবং গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী । দেশের রাজনৈতিক ও সামাজিক সুস্থিতি, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান এবং জনগণের ভোটাধিকার নিশ্চিত করে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সমুন্নত ও সুদৃঢ় করা আজ সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এ লক্ষ্য অর্জনে দেশবাসীকে ধৈর্য, সহনশীলতা ও নিখাদ দেশপ্রেমে উদ্বুদ্ধ হবার জন্য জোর আবেদন জানাই। দেশে যে অনিশ্চয়তা ও অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে , তা’ কেবল দেশের অর্থনৈতিক অগ্রগতি, সামাজিক স্বস্তি ও নিরাপত্তাকেই বিঘ্নিত করছে না বরং দেশের গণতান্ত্রিক কাঠামোকে হুমকির সম্মুখীন করে তুলেছে । দেশের ত্যাগ ও নিবেদিত দেশপ্রেমিক রাজনৈতিক কর্মী ও নেতৃবৃন্দ, সুশীল সমাজ, সর্বস্তরের নাগরিকগণ এ নেতিবাচক অবস্থার অবসান চান।

আমরাও চাই এর চিরস্থায়ী অবসান। বর্তমান সরকারের প্রধান দায়িত্ব হচ্ছে- একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ ও সত্যিকারের গণতান্ত্রিক নির্বাচনের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করা। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থার অন্যতম প্রধান পূর্বশর্ত- একটি নিরপেক্ষ, বলিষ্ঠ ও স্বাধীন নির্বাচন কমিশন। যথার্থ গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিষ্ঠা এবং নির্বাচনে বিভিন্ন দলের অংশগ্রহণের অনুকূল পরিবেশ সৃষ্টির জন্য প্রয়োজন সৌহার্দপূর্ণ দৃষ্টিভঙ্গি ও মুক্তবুদ্ধির চর্চা, অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং পরমত সহিষ্ণু মনভাব। প্রয়োজন যুক্তিহীন আবেগনির্ভর স্বার্থকেন্দ্রিক না হয়ে সুনির্দিষ্ট কর্মসূচি ভিত্তিক চিন্তা-চেতনার।

সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রেখে ধর্মভিত্তিক ও সামাজিক বিভাজনের অশুভ রাহুগ্রাস থেকে জাতিকে মুক্ত রাখতে হবে। এটা অনস্বীকার্য, দুর্নীতি ও সন্ত্রাস দেশের ওপর যে অশুভ প্রভাব সৃষ্টি করেছে তা থেকে মুক্তি না পেলে সত্যিকারের গণতন্ত্রের পথে উত্তরণ সম্ভব নয়। অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠানের জন্য এ সকল পদক্ষেপ ও পূর্বশর্তের বাস্তবায়ন যেমন প্রয়োজন, তেমনি একটি অর্থবহ ও সর্বজন গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজন রাজনৈতিক দলগুলো কর্তৃক সৎ ও যোগ্য প্রার্থী মনোনয়ন দেয়া। রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে সর্বাত্মক সহযোগিতা দেবেন এবং দলের মনোনয়ন প্রক্রিয়াসহ রাজনৈতিক সংস্কৃতিতে তার প্রতিফলন ঘটাবেন। আজ এটি গণদাবি, সময়ের দাবি।

আধুনিক শক্তিশালী গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে আমরা সফলকাম হবো। *লেখক;শিক্ষার্থী, এম.এস.ইন জেনেট্রিক্স এন্ড প্লান্টবিড্রিং শেরেবাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়,ঢাকা-১২০৭ ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।