আমাদের কথা খুঁজে নিন

   

শেষ নাটকের অপেক্ষায় ....



জলের মাঝে পদ্ম ভাসে... ভাসতে ভাসতে দুরে চলে যায়। কই যাও পদ্ম? তোমার গন্তব্য কোথায়? কোন ঘাটে গিয়ে ভিড়াবে তরী ? কোন রূপসী লম্বা চুলের ভাঁজে জড়াবে নিজেকে? এইযে বাস্তুহারা স্বরর্নাথীর মতো ভেসে বেড়াচ্ছ, এর শেষ কবে হবে? কবে ঘটাবে নাটকের শেষ যবানীকা ? জান কিছু? কিচ্ছু জান না ... জানতে চেয়েছো কখোনো? তাও তো চাও নি। যাও ... ভেসে ভেসে দুরে .. অনেক দুরে চলে যাও । আমি স্থির নয়নে তাকিয়ে আছি ... দেখছি তোমায় । আর কখোনো না হোক .. মৃত্যুতে তো থামবে ।

তখন তোমার কাছে যাবো। মৃত পদ্মকে তুলে আনবো নীল-নদের নীল জল থেকে । সাজিয়ে রাখবো না কোথাও ... মৃত পদ্ম তো সাজিয়ে রাখা যায় না । তোমাকে রাখবো হিম-ঘরে । জীবন-জীবন ধরে ওখানে থাকবে তুমি ।

পচবে না, গলবে না ... তোমাকে তখন আর এমন ভেসে বেড়াতে হবে না পদ্ম । ঠিকানা পাবে তুমি ... স্থায়ী ঠিকানা ... শেষ ঠিকানা ...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।