আমাদের কথা খুঁজে নিন

   

নদী থেকে বালু তোলা দেখলাম

আমার ব্যক্তিগত ব্লগ

দুনিয়ার খুব অল্পই জানি, তাই নতুন কিছু দেখলে খুব আনন্দ নিয়ে পর্যবেক্ষন করি কিভাবে কি করছে। নৌভ্রমনে যেয়ে দেখলাম, কিভাবে নদী থেকে বালু উত্তলন করে। আগে দেখেছি বুড়ি গংগায় আর শীতলক্ষ্যা নদীতে বালু ভর্তি নৌকা চলাচল করছে। নৌকা গুলো বালুতে ভর্তি হয়ে ডুবে শুধু মাথাটা বের করে চলাচল করে। মনে হতো এরা পারলে পানির নিচ দিয়ে বালু ভর্তি করে নিয়ে যাবে।

বোঝাই যায়, নৌকার সর্বচ্চো ব্যবহারে এদের ত্রুটি নেই। শীতলক্ষ্যা নদীতে দেখলাম একটা বোটে মেশিন আর পাইপ দিয়ে পানির নীচ থেকে কাদা-বালি-পানি তুলে অন্য একটা বোটের খোলের মধ্যে ফেলা হচ্ছে। প্রথমে মনে হলো হয়তো ড্রেজিং করছে। তারপর দেখলাম জায়গায় জায়গায় এরকম ঘটঘট বিকট শব্দ করে বালি মিশ্রিত পানি তোলা হচ্ছে। শহরে কনস্ট্রাক্শন কাজ চলার সময় বিল্ডিংয়ের পাথর কাটার মেশিন যেমন শব্দ করে সে রকম শব্দ।

তারপর যে বোটের খোলের মধ্যে পানি-বালি ফেলা হচ্ছে সেখানে পানি ভর্তি হয়ে উপচে পরছে। এভাবে চলছে মেশিন। হয়তো বালির ওজন বেশি বলে বালি গুলো নিচে জমা হয় আর পানি ভরে উপচে পড়ে। এভাবেই হয়তো নদীর বালি তোলা হয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।