আমাদের কথা খুঁজে নিন

   

আসেন, রেপ নিয়া কিছু জানি! সাথে একটা আইডিয়া!

প্রথমে রেপ নিয়ে কিছু ফ্যাক্টস শেয়ার করিঃ ১। প্রতি বছর কমপক্ষে ৩ লক্ষ থেকে ১৩ লক্ষ পর্যন্ত মহিলা রেপড হতে পারে। আসল হিসাব পাওয়া অসম্ভব। কারনঃ ২। শতকরা ৫৪% রেপ কেসই রিপোর্টেড হয় না।

সেটা বাংলাদেশই হোক আর উল্টা দিকের আমেরিকাই হোক না কেন। ৩। আমেরিকায় প্রতি ৫ জনের ১ জনের রেপ হওয়ার সম্ভাবনা থাকে। ৪। প্রতি ৫ মেয়ের এক জনের কলেজে বা ভার্সিটিতে রেপড হবার সম্ভাবনা থাকে।

৫। আমেরিকায় আবার রেপড ভিক্তিমের মধ্যে ৩% ছেলে। Click This Link এই লিঙ্কে গিয়ে কোন কোন দেশে রেপ এর হার বেশি তার রেটিং করা আছে। ( খোদার রহমতে আমাদের দেশ নাই) এবার আমরা দামিনীর দিকে যাই। ভারতে দামিনীর ঘটনার পর এত বিক্ষোভ হল, এর পর কি অই দেশে রেপ করা বন্ধ হইসে??? না, হয় নাই।

ওইদিনও শুনলাম বিহারে ৬ জন মিলে আরেক গ্রাম্য মেয়েকে রেপ করেছে। ভারত নিয়ে একটা মজার কথা আছেঃ বেশির ভাগ ভারতীয় জানে না তাদের দেশের প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্টের নাম কি! সেই হিসেবে দামিনীর কাহিনিও অই মানুষদের জানার কথা না। এরকম মানুষ বাংলাদেশেও ২-১ টা থাকতে পারে। এবার আমরা আমাদের দেশের দিকে তাকাই। মানিকগঞ্জে এক বাসের হেল্পার ও ড্রাইভার মিলে এক মেয়েকে রেপ করেছে।

হুম। এই নিয়ে ধরেন আমরা ব্লগ আর ফেবুতে সুনামি চালাইলাম। লাভ কি হবে!! কিছুই না। আমরা খেইপা খুইপা গেলাম মানব বন্ধন করতে, তাও কি লাভ হবে??? যে লোক এক বার পশু হইসে, সে সব সময় পশু। সে কুত্তা হউক না কেন আর তারক- পরিমল হউক না কেন।

আমরা রাস্তায় রাস্তায় লিফ্লেট বিলি করবো?? লাভ কি!! ধরেন, মানিকগঞ্জের অই বাস ড্রাইভাররে আমরা রেপ কেসের ১ দিন আগেও একটা লিফলেট দিলাম, ও কি পড়াশোনা জানে?? ৮০% সম্ভাবনা না। অর এত টাইম ও নাই যে অই কাগজ পড়বে। আমাদের দেশে তো আবার গরু - ছাগল চিনলেই ড্রাইভার থেকে মন্ত্রি হওয়া যায়। এখন কি করা যায়?? এমন একটা কাজ করতে হবে যা মানুষের মুখে মুখে ছড়াবে। আমি নগ্ন হয়ে পিছে stop raping লিখে রাস্তায় দৌড়াতে বলতেসি না।

ধরেন, পরিমলের মত ৭ টা ধর্ষক ধরে ৭ বিভাগে জনসম্মুখে ফাঁসি বা সৌদি স্টাইলে গলা কেটে দিলে মানুষ ভুলেও ধর্ষণের দিকে পা বাড়াবে না। এর চেয়েও যদি কঠিন শাস্তি থাকে, তাও মঞ্জুর। তবে সকল মানুশকে ভয় পাওাইয়া দিবে, এমন একটা শাস্তি দিতে হবে। এখন কেউ ধর্ষকদের পক্ষে মানবতা লেডাইতে আইশেন না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.