আমাদের কথা খুঁজে নিন

   

মন জানে



৪৭) মন জানে আমার মধ্যে বালিকার মত প্রগলভতা যার জন্য তার কথা মন জানে আর জানে দুরের আকাশ। যদি জীবনের তাবৎ ভালো লাগা গুলো ধরে রাখা যেতো হৃদয়ে বেশ হতো। সুন্দর যা কিছু খুব তাড়াতাড়ি ফুরায় তা। জীবন নদীর মত নদী তো নয়। মানুষ পাখীর মত পাখী তো নয়।

কোন কিছুতেই যার তুলনা চলে না সে হলো মন। মনের বয়স আমার কত হলো? আজ ওসব কথা থাক। বয়স বাড়ুক। নদী হারাক পথ। আমাদের বর্তমান বেঁচে থাক সুন্দর হয়ে।

আমি যার কেউ নই। যে আমার কেউ ছিলো না তবু সেই তো সত্যি আজ। কিসের মত? ছোট্ট শালিকের মত। ১৫/৭/১৯৯৭..

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।