আমাদের কথা খুঁজে নিন

   

গাড়িগুলো কীভাবে চলছে ঢাকার রাস্তায়, সিস্টেমটা কী?

কেএসআমীন ব্লগ

সেদিন একটা পিকআপ গাড়ি আসলো অফিসে কিছু মালামাল নিয়ে। গাড়িটির কন্ডিশন দেখে তো আমি তাজ্জব! ছবিটা দেখুন... একটি ইন্ডিকেটর লাইটও নেই। লুকিং গ্লাস নেই, ইঞ্জিনের আওয়াজ আর কালো ধোয়ায় মাথা খারাপ হওয়ার জোগার। গাড়িটির বয়স অন্তত ৪০ বছর হবে। এই গাড়ি ফিটনেস পেলে গীনিস বুকে নাম উঠার কথা। চালককে প্রশ্ন করলাম গাড়ির কোন কাগজপত্র আছে কিনা। চালক মুচকি হাসে। প্রশ্ন করি, কীভাবে এটা চলছে এত ট্রাফিক হর্তাকর্তার সামনে দিয়ে? (ঢাকা শহরে নাকি প্রায় ৫ হাজার ট্রাফিক পুলিশ আছে) চালক উত্তর দিল - সিস্টেম আছে। এই সিস্টেমটা কী? ব্লগার বন্ধুদের জানা আছে কি?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।