আমাদের কথা খুঁজে নিন

   

ছবি ব্লগ: কোভাইকোট্রালাম ঝর্ণা

আমি বেড়াতে ভালবাসি। আমার পায়ের তলায় সর্ষে। তবে লেখালিখিটা একদম আসেনা।

ভারতের তামিলনাড়ু প্রদেশের কোয়েম্বাতুর শহরের থেকে ৩৭ কিমি দুরে শিরুবাণী গ্রামের বিখ্যাত কোভাইকোট্রালাম ঝর্ণা দেখতে গেছিলাম। এখানে যেতে হলে শিরুবাণী গ্রাম থেকে ৬ কিমি পথ হেঁটে যেতে হয়।

পাহাড় আর জঙ্গল মিলে দারুন দৃশ্য। তবে ঝর্ণাটা ছোট। দেখতে যত না ভাল তার থেকে ঝর্ণার ঠান্ডা জলে চান করে আরাম। ছবি পরিচিতি: ১: শিরুবাণী থেকে জঙ্গলের পথে ২: দূরে পাহাড় দেখা যাচ্ছে ৩: উপজাতিদের গ্রামে কুঁড়ে ঘর। ৪: পাহাড় শুরু হচ্ছে।

৫ ও ৬: কোভাই কোট্রালাম ঝর্ণার জলে স্নান

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।