আমাদের কথা খুঁজে নিন

   

চবি ট্রেনে ধর্মঘটি ছাত্রদের ঢিল, আটক ৭

ধর্মঘটিদের ছোড়া ঢিলে আহত হয়েছেন রেলওয়ের এক নিরাপত্তাকর্মী।
ডবল মুরিং থানার এসআই শিবুচন্দ্র জানান, মঙ্গলবার সকাল ৮টার দিকে নগরীর দেওয়ানহাট ওভারপাসের নিচে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে এ ঘটনা ঘটে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসআই বলেন, কিছু ছাত্র সকালে বিশ্ববিদ্যালয়গামী শাটল ট্রেনে বাধা দেয়ার চেষ্টা করে। তারা ঢিল ছুড়লে রেলের এক নিরাপত্তাকর্মী আহত হন। এ সময় জিআরপি ও ডবলমুরিং থানা পুলিশ ধাওয়া দিয়ে বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থীকে আটক করে।


আটক শিক্ষার্থীদের নাম জানাতে পারেনি পুলিশ। আহত নিরাপত্তাকর্মীকে হাসপাতালে পাঠানো হয়েছে বলে এসআই শিবু জানান।
ভর্তি ফরমের দাম ৪০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করার প্রতিবাদে ‘প্রগতীশীল ছাত্রজোট’ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ে এই ধর্মঘট ডাকে।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের সভাপতি উবা থোয়াই মারমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের ধর্মঘট কর্মসূচিতে পুলিশ লাঠিপেটা করে সাতজনকে ধরে নিয়ে গেছে। ”
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আনোয়ার হোসেন বলেন, “ট্রেনে বাধা দেয়ায় পুলিশ সাতজনকে থানায় নিয়ে গেছে।

বিষয়টি আমরা দেখছি। ”

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।