আমাদের কথা খুঁজে নিন

   

আনু স্যারকে প্রান নাশের হুমকি : আমরা লজ্জিত,ক্ষমাপ্রার্থী

সব কিছু চুরি হয়ে যায়; সব স্বপ্ন; বিশ্বাস...

বাঙালি দালালিপ্রিয় জাতি। বাঙালিদের মধ্যে যে সব মহত্তর পেষা প্রচলিত আছে ;তাদের মধ্যে দালালির অবস্থান এক নম্বরে। বাঙালি দালালি করে যতটা সুখ ও সুবিধা পায়; তা আর কিছুতেই পায় না। কিছুদিন আমরা ইরান-তুরানের দালালি করেছি;তার পরে কারেছি ফরাসিদের;দালালি করেছি ইংরেজদের,পাকিস্থানিদের। আজও সেই দালালির জোয়াল বয়ে বেড়াচ্ছি আমরা আমাদের রক্তে;আমাদের স্বপ্নে।

এইসব বাঙালি দালালদের ভিড়ে যারা হারিয়ে যান নি; যারা প্রতিবাদ আর প্রতিরোধ নিয়ে দাড়িয়েছেন সাধারন মানুষদের কাতারে; তাদের একজন আমাদের আনু স্যার; শ্রদ্ধেয় আনু মুহাম্মদ । গত ২২ ফেব্রুয়ারী রাত সোয়া ১২টায় তাঁর মোবাইলে টেলিফোন করে মাহমুদ হাসান নাম পরিচয়ে এক ব্যক্তি তাকে লেখালেখি ও টিভি প্রোগ্রামে কথা বলা বন্ধ করার হুমকি দেন। ‌‌'মানব-বোমা' মেরে তার মৃত্যু নিশ্চিত করার নিশ্চয়তাও দেয় লোকটি। প্রিয় স্যার; আপনার সামনে দাড়াবার মত সাহস হারিয়ে ফেলেছি আমরা। সাহস হারিয়ে ফেলেছে গোটা দেশ ! আপনার একটা জীবন; জীবনের যাবতীর কাজ যে দেশের মানুষের জন্য করেছেন আপনি; যে দেশের মানুষকে ভালোবেসে ; মানুষের মৌলিক অধিকারের দাবিতে রাস্তায় নেমেছেন আপনি; সে দেশের ই একজন মৃত্যুর হুমকি দেয় আপনাকে।

আমরা লজ্জিত;আমাদের ক্ষমা করবেন। একটা জঘন্য নোংরা প্রতিক্রিয়াশীল প্রানহীন মৃত ময়লা দেশে জন্ম নিয়েছেন আপনি। যে দেশে আপনি জন্ম নিয়েছেন; সে দেশে স্বপ্ন দেখা নিষিদ্ধ। অথচ আপনি ই দেখেছেন সবচেয়ে বড় স্বপ্ন। সাধারন মানুষকে ইউনুস সাহেব ও অন্যান্য সাহেবদের নখর থেকে বাচাঁনোর জন্য কলম তুলেছেন আপনি।

আমাদের তেল গ্যাসের মালিক যে আমরাই; অতি সাধারন দরিদ্য বাঙালিরা, তা আমরা বুঝতে পেরেছি আপনার হাত ধরেই। ফুলবাড়ীতে; কানসাটে; পোষাক-শ্রমিকদের ন্যায্য মজুরির আন্দোলনে আপনি দাড়িয়েছেন আমাদের পাশে। আর সেই আপনাকেই কিনা আমরা;আমাদের একজন মৃত্যুর হুমকি দেয়। আমরা লজ্জিত;আমদের ক্ষমা করবেন।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।