আমাদের কথা খুঁজে নিন

   

কৌতুক...

প্রত্যাবর্তন

কৌতুক:এক গৃহকত্রী: কী দুধ দিলে কাল সব তো ছানা ফেটে গেছে । দুধওয়ালা: আমার অমনই সন্দেহ হয়েছিল গরুটা যখন তেঁতুল বনে ঢুকল। কৌতুক:দুই ১ম বন্ধু: কাল রাতে কী ভয়ংকর শীত পড়েছিল দেখেছিস? ২য় বন্ধু: কী করে দেখব আমাদের ওদিকে যে লোডশেডিং ছিল। কৌতুক:তিন শিক্ষক: এমন কিছুর নাম বল যা ৫০ বছর আগে ছিল না। মতিন: আব্দুল মতিন।

কৌতুক:চার বাবা: কীরে খোকা কোথায় গিয়েছিলি? খোকা: চোর দেখতে, পাশের বাড়িতে দুটো চোর ধরা পড়েছে। কিন্তু ওরা কিছুতেই স্বীকার করছে না ওরা দু'জন মাসতুতো ভাই। ওরা বলছে,কেউ কাউকেই চেনে না। কৌতুক:পাঁচ বাসের হেলপার যাত্রীর কাছে ভাড়া চাইল,সে একটি টাকা দিয়ে বলল, আমার হাফ ,আমি ছাত্র। পাশের সিটেই বসেছিলেন তার শিক্ষক,তিনি বললেন,আমার তাহলে মাফ,আমি ওর শিক্ষক।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।