আমাদের কথা খুঁজে নিন

   

বই মেলা



২৭ তাং বই মেলায় গেলাম । আমি শাহবাগ চিনি না । তারপরও বাসে উঠলাম । একবার আগে গিয়েছিলাম শাহবাগ । আন্দাজ করে নামলাম (দোকানের উপর নাম দেখে)।

এরপর জাদুঘর চিনিনা । বিল্ডি টা দেখে মনে হল এটা হতে পারে । ভাই ছিল । তারপর জাদুঘর সামনে ice cream খাওয়ার জন্য দাড়ালাম । পিছন থেকে আসল অরুন ভাই (নাকি আঙ্কেল!!) ।

মজার কথা উনি আমাদের ice cream খাওয়ালেন। তারপর নাজু আসল তারপর আমরা রিকশা উঠলাম । কিন্তু রিকশা অন্য কোথাও নিয়ে । তারপর মেলায় ডুকলাম । কোন বই কিনব বুঝতে পারতেছিলাম না ।

অনেক বই দেখলাম । সন্ধ্যা হয়ে যাচ্ছে অথচ আমি বই কিনতে পারতেছিনা । ভিড় তেমন একটা ছিল না। হুমায়ন আহমেদের বই দেখলাম । একটা মেয়ে আর ও র বাবা দোকানটায় দাড়িয়ে ছিল ।

মেয়েটা হিমুর বই কিনতে যাচ্ছে ,বাবাটা কিনে দেবে না । বলল হিমু শুধু মাথা খায় । এখন ভালো মত পড়ার সময় আর .......... । আমার বাবা নিশ্চয়ই বই মেলায় নিয়ে আসত ( কষ্ট লাগল ) । তিনটা বই কিনলাম ।

আনিসুল হকের "ও" , হুমায়ন আহমেদের ভৌতিক গল্প ( মোটা বই ), আর কহেন কবি কালিদাস (পড়ে ফেলছি কালকেই )। আর থাকতে পারলাম না । বাসায় আসতে দেরি হয়ে যাবে । তাই বের হয়ে গেলাম । কাল শেষ মেলা রাগ লাগতেছে ।

আর বই কেনা যেত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।