আমাদের কথা খুঁজে নিন

   

জলমানব(শুধু একটি মাত্র পোস্ট দেবো দিনে) সকল ব্লাগার প্রতি শ্রদ্ধায়

প্রকাশিত কাব্য গ্রন্থ: ১। আমার সন্তান যেন থাকে দুধ ভাতে (২০১২)। ২। চারিদিকে জীবনে সমুদ্র সফেন (২০১২)। ৩।

ভালোবাসার পদাবলী (২০১২)। ৪। বোধের গহীন জলে (২০১২)।

জলমানবী শাফিক আফতাব............ তুমি ভরা নদী__ উচ্ছল স্রোতের তরঙ্গে ভাসমান নোকৌর পালদ্বয় উঠানামা করে পালের হাওয়ায় তুমি বড় কামাতুর হয়ে ওঠো__ মনে হয় ফুলের মতোন ফুটো__ মনে হয় আমার জন্য মাথা কুটো। অথচ আমি গভীর থেকে সংগোপণে তোমাকে দেই দোল__ আর তখনই তোমার ভিতর বাজে যত গণ্ডগোল।

সামুদ্রিক মাছের মতোন তুমি যখন নগ্নতায় পাদ্বয় নেড়ে নেড়ে জলমানবীর মতোন লতাগল্মের ভেতর ঢুকে যাও__আমার মনে তখন কী যে আবেশ ভাসে ! প্রকৃতির নগ্নপ্রিয় এক নান্দনিক নারীর সুকাঠামোর গঠনে মননে মম এক সুবাসের ঢল দমকা বাতাসের মতোন ভাসে আমার নির্জন আকাশে। ১০.০৯.২০১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।