আমাদের কথা খুঁজে নিন

   

আজ বাকশাল দিবস?



খুব চুপিসারে আজকের দিনটা কেটে গেল, আওয়ামিলীগ যেন সন্তর্পনেই পাড়ি দিল দিনটি ,,, যেন দেশবাসী ঘুর্নাক্ষরেও টের না পায় আজ বাকশাল দিবস। তদ্রুপ আমাদের সংবাদসেবী, বুদ্বিজীবি, কবি সাহিত্যিক, চেতনাধারী .. সবাই যেন আশ্চর্য্য রকমের চুপচাপ ... যেন মুখ ফসকে বেরিয়ে না যায় আজ বাকশাল দিবস। আমাদের সংবাদপ্ত্র গুলোর কি হলো আজ ... কেউ এই বিষয়ে কিছুই লিখলনা,,, বিশেষ ক্রোড় পত্র না হোক একটা কলাম তো লেখা যেত .. .বাকশালের ফজিলত বর্ণনা করে। যারা তিলকে তাল করে লিখে তারা যেন আজ তাল কে তিল করে ফেলল। বুঝলাম এরাই জাতীর বিবেক ... জাতীর পার্লামেন্ট। ব্লগে এসে তীর্যকের লেখা পড়ে আমারও মনে হলো .. তাইতো আজ বাকশাল দিবস, তার আগে এন টি ভি তে দেখিছিলাম ... আজকের উল্ল্যেখযোগ্য ঘটনাবলীতে ... সবাইকে বাকশালী শুভেচ্ছা (থুক্কু), সবাই কে খালি শুভেচ্ছা ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।