আমাদের কথা খুঁজে নিন

   

যদি জানতাম আমার কিসের ব্যাথ্যা

আমার এই পথ চাওয়াতেই আনন্দ

আজ সারাদিন নেটে বসে আছি। কিছু লিখতে মন চাচ্ছে, কিন্তু কি লিখব বুঝতে পারছি না। কারও সাথে কথা বলতে চাচ্ছি, কিন্তু কি বলব বুঝে উঠতে পারছি না। কিছু একটা করতে চাচ্ছি, কিন্তু কি করব বুঝতে পারছি না। একটা পর্যায়ে সব ঝামেলা উড়াতে সাথি হয় তামাক।

তারপরও বুঝে উঠতে পারি না, আমার কিসের ব্যাথা। রবীন্দ্রসংগীতের সংগ্রহ থেকে একটা গান শুনছি বার বার । কাউকে শুনাতে পারছি না গানটা তাই দুঃখিত। তবুও লিখে দিলাম। যদি জানতাম আমার কিসেরও ব্যাথা তোমায় জানাতাম।

কি যে আমায় কাঁদায় আমি কি জানি তার নাম? কোথায় যে হাত বাড়াই মিছে ফেরি আমি কাহার পিছে। । সব যেন মোর বিকিয়েছে পাইনি তাহার নাম। । এই বেদনার ধন সে কোথায় ভাবি জনম ধরে।

। ভুবন ভরে আছে যেন পাইনে জীবন ভরে। । সুখ যারে কয় সকল জনে বাজাই তারে ক্ষণে ক্ষণে। ।

গভীর সুরে চাইনে চাইনে বাজে অবিশ্রাম। । যদি জানতেম আমার কিসেরও ব্যাথা তোমায় জানাতাম। যদি জানতেম আমার কিসের ব্যাথা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।