আমাদের কথা খুঁজে নিন

   

২১ ফেব্রুয়ারি

আমার কথা

আজ সকাল বেলার ঘুম ভাঙল বাসার দুপাশের স্কুলগুলোর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাইকের আওয়াজ শুনে । ছুটির দিন , তাই অনেক বেলা করে ওঠা , ততহ্মনে প্রভাতফেরি ফিরে এসেছে সারা এলাকা ঘুরে । এলাকা ঘুরিয়ে প্রভাতফেরি করে যে কি লাভ তা আদৌ আমার বোধগম্য হয় না তবে প্রভাতফেরি দেখতে আমার কিস্তু ভালই লাগে । এটা কোনোবারই আমি মিস করি না সাধারনত । সারাদিন বাসায় শুয়ে বসে কাটানোর প্লান ছিল কিন্তু মাইকের আওয়াজে আর বিছানায় থাকার সাধ্য হলোনা ।

ছোট ছোট ছেলেমেয়েরা প্রথমে মাইকের সামনে এসে বলছে আমার নাম এই , আমি একটি ছড়া /গান/কবিতা বলব । তারপর শুরু করছে তাদের ছড়া কবিতা গান , বেশিরভাগের কথা বোঝার উপায় নেই । আবার একএকজন এমন বেসুরা গান করছে তা শুনলে সহ্য করা অনেক কঠিন । যাইহোক এসব নীরবেই আমাকে গিলতে হল । বছরের এই একটা দিনেই তো তারা মাতৃভাষা চর্চা করে , আর ক্লাস পার্টি , পিকনিক , অন্যান্য সময় ত তারা শাকিরার "হিপস ডোন্ট লাই " ছাড়ে ।

হিন্দী ছবির আইটেম গান গেয়েই সারা বছর কাটে এদের , স্কুলে ইংরেজি তে দহ্মতা বাড়ানোর জন্য লিটারেচার, রেপিড রিডিং , আর ফান্ডামেন্টাল ইংলিশের মত তিন চারটা আলাদা সাবজেক্টই আছে এদের । আর এ অনুষ্ঠানে তাদের অংশগ্রহনও কিন্তু অন্য কোন কারনে নয় , প্রথম প্রাইজ টা তো পেতেই হবে তাদের , নাহলে অভিভাবকদের রোষের মুখে পড়তে হবে । তাই স্টেইজে এদের আপ্রান চেষ্টা চলছে পুরষ্কার জেতার । খাতা হাতে জাজেস রা বসে আছেন স্টেইজের এক কোনে , তারাই মূল্যায়ন করবেন কে হল প্রথম , দ্বিতীয়, তৃতীয় । আজকের দিনে আবার সবার সেলফোনের রিংটোন ' আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুযারি .......' , যেখানে সবসময় বাজে ফিফটি সেন্ট এর "ইন দ্যা ক্লাব " ।

সেলফোনে একুশের লোগো, এনিমেশন , ওয়ালপেপার সব সেট করা আজকের দিনটির জন্য । আবার আজকে কেউ বিদেশী চ্যানেল এর ধারেরকাছেও যাবে না । কেউ বিদেশী চান্যেল ছাড়তে গেলে 'কিউকি সাস ভি কাভি বহু থি ' এর কাহিনী মুখস্ত করা মুরুব্বীরা উচ্চস্বরে ধমক মারে " আজকের দিনটা অন্তত বাংলা চ্যানেল দেখ " । টিভিতে এমাসের বিগ্গাপন "আমরা ছাড়া কে দিয়েছে প্রান ভাষার জন্য , আমরা ছাড়া আর কে পারে দেশকে এমন করে ভালবাসতে" । এসব চোখের সামনে দেখা ঘটনা , কিন্তু এসব নীরবেই সহ্য করতে হয় ।

এই একটি দিনের জন্যই তো আমাদের মাতৃভাষার চেতনা জেগে উঠে । এই একটি দিনের জন্যই তো আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও ভালবাসা দেখাই !!!!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।