আমাদের কথা খুঁজে নিন

   

জানতে চাওয়া কি অপরাধ!

গন্ডার

বাতাসে গুনজন শুনিতেছি বঙ্গদেশের এক বা একাধিক দাতা হাতেম তাইয়ের টাকা পয়সার পরিমান এত বৃদ্ধি পাইয়াছে যে তাহারা কি খাতে তা ব্যায় করিবেন তা নিয়া বিশাল দুশ্চিন্তাই দিন যাপন করিতেছিলেন। অতপর তিনি বা তাহারা খুজিয়া পাইলেন যে বঙ্গদেশের সউত্তর উর্ধ এক তরুন তার সমমনাদের নিয়া প্রমোদভ্রমনে যাওয়ার পরিক্ল্পনা করিতেছেন। সাতে সাতে হাতেম তাইরা সিদ্ধান্ত নিলেন যে এই প্রমোদভ্রমন স্পনসর করার মত মহত কাম আর হইনা আর তাতেই যে প্রমোদ ভ্রমন জনপ্রতি ৫০০ টাকাতেও আয়োজন করা সম্ভব হইতে ছিলনা তাহা একলাফে ১০০ টাকায় নামিয়া গেল। একন কতা হইল এই দাতা হাতেম তায়ের নাম জানিতে চাইয়া প্রমোদভ্রমনের আয়োজক একজনের পোস্টে কমেন্ত করিয়াছিল এই অধম। সাতে সাতে আমার কমেন্তখানি মুছিয়া দিয়া আমারে ব্লক ফর্মানো হইলো। একন কতা হইল পিকনিকের/প্রমোদভ্রমনের মত একতা বিষয়ে এত লুকাছাপা কেন? কেন সেই স্পনসরের নাম জানা যাবেনা? দুষ্টলুকেরা সনদেহ করিতেছে সত্তোর্ধ সেই চির তরুনই সেই স্পনসর কারন যে কোনো মুল্যে , যেভাবে হোক যে করে হোক মুটামুটি সংখ্যক লোক নিয়া একতা পিকনিক করতেই হবে নাইলে তার ইজ্জতের ফালুদা হইয়া যাইবে, যেহেতু তিনি পুর্বে চ্যালেন্জ জানাইয়া ছিলেন যে পিকনিক হবেই হবে। দুস্টলুকদের ভুল প্রমান করিয়া পিকনিকের স্পনসরদের নাম জানানো হউক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.