আমাদের কথা খুঁজে নিন

   

এক বিহারি নরসুনদরের ভাষ্য



বেনজির মরার পর পরই চুল কাটাচ্ছি আর চুল কাটক ও এক মুরুব্বির কথা শুনছি। “ যুদ্ধে কত লাক লাক মানুষ মরছে, এই সব মানুষের কি বদদোয়া নাই। দেখছেন ভুট্টু, মজিব আর ইনদিরায় মিলা এই যুদ্ধ লাগাইছে, আর সবগুলায় কুত্তার মত মরছে। ছোট বেলায় শুনতাম বাপের পাপে পোলাপানরেও পায়, এই ভুট্টুর জন্য অর পোলাপান গুলা মরছে, ইনদিরার সব গুলা মরছে অহন খালি আমগো আর একটার মরন দেখবার জন্য বইয়া আছি।“ আমগো আর একটা র জন্য আমি ও অপেক্ষা করতেছি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।