আমাদের কথা খুঁজে নিন

   

মধুকবির বাড়ি ভ্রমন



সতত হে নদ তুমি পড় মোর মনে; সতত তোমার কথা ভাবি বিহনে। সোমবার আমরা যশোররে সাংবাদকিরা পিকনিকে গিয়েছিলাম মধুকবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ি। অনেক দিন পর কাজ ছাড়া একটু সময় ভালোই কেটেছে। একাধিকবার যাবার সুযোগ হয়েছে বিধায় নতুন করে দেখার কিছু ছিল না। তবে শেষ বিকেলে কপোতাক্ষ পাড়ের নয়ানভিরাম দৃশ্য আগে কখনো এভাবে দেখার সুযোগ মেলেনি।

যা এবার মিলেছে। সেই সাথে অনেক দিন পর দেখলাম কপোতাক্ষের যৌবন। যেখানে দীর্ঘকাল পানি ছিল না; সেখানে কপোতাক্ষের বুক জুড়ে শুধু পানি আর পানি। যার জন্য যর্থাথ মনে হয়েছে মাইকেল মধুসূধন দত্তের কপোতাক্ষ নিয়ে লেখা কবিতাটি। ব্লগার বন্ধুদের জন্য তাই এ ছবি পোষ্ট করা।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.