আমাদের কথা খুঁজে নিন

   

ইহা একটি বেহুদা আক্ষেপ , তোর পায়ে পড়া অনুরোধ

পরিবর্তনের জন্য লেখালেখি

যদি আজ ভালো নাই বাসো মোরে, আপত্তি নেই মোটে গররাজি নই এক ফোটা যদি কপালে ঘৃণাই জোটে যদি বলো আমি বিন্দাস বদ , তাতেও রয়েছি রাজি তুমি শতমুখে শুধু ভালো হও , আমি নয় হই পাজি যদি দাও তবে বুক পেতে নেব দুরাশার ছল যত নাও কিছু দিলে বঞ্চনা নেব উপহার অক্ষত যদি বা পেটাও অশালীন বলে , চাবুকী রসনা তুলে শব্দে শব্দে রক্ত ঝরালে তাও যাবো পরে ভুলে যদি ছুরি মারো , ছুড়ে ফেলো দূরে , যেন ব্যবহৃত টিস্যু হেসে যাবো মরে , হা হা হি হি করে , রাগ হবে নাত কিস্যু যদি বলো আমি নরকের দ্বার , মেনে নেব গীতা , বেদ দাড়িতে , টুপিতে যত চাও বলো আমি ধর্ষন ক্ষেত যদি ভোল মোরে শূলে নিয়ে তোল তাও আমি যাব হেসে মেরে কেটে ফেলো , অপমানে খেলো , রাখিও দীনের শেষে এক অনুরোধ , মাথার ভিতরে কবিতা নামের খাতা শব্দ , ছন্দ , মাত্রা , প্রণয়, আরো ছাই পাশ যা তা ভুল করে বাসা ভালো যেই মুখ , তোমার চোখের মত কান্নার সুর , স্মৃতি অমধুর , পাগলামি আছে যত নাদান হৃদয়ে কেঁপে যাওয়া তার , ছেড়া স্বপ্নের শালা তোমার জন্য জেগে থাকা রাত , শুকানো বেলীর মালা অনামে বেনামে লেখা শত চিঠি , পাঠানো হয়নি যদি কিছুই না জেনে নিয়ে গেছো টেনে , শুকনো যে মোর নদী ব্যবধানে যাকে আরো দূর আজ, আরো দূর থেকে দূরে সরিয়ে দিয়েছ না পাওয়ার আগে গহীন অন্তপুরে নিরবে ঝরেছে যত জল চোখে , মানব জন্মে ঘৃণা জন্মেছে যার , মন মরে গিয়ে , সেই সে হৃদয়হীনা তার কাছে থেকে একবার শুধু কবিতাকে নাও কেড়ে বিষাক্ত সব আবেগে পুড়ছে , দায় দায়িত্ব ছেড়ে দিন মজুরের , রাত জাগানিয়া এই সব বিলাসিতা তুমি তো জানোই , জ্বালাবে কেবল সর্বনাশের চিতা নাও কেড়ে সব, নিঃস্ব আমাকে , দাও করে পুরো খালি আর কত নেব মুখ জুড়ে দাগ , কবিতা নামের কালি? তার চেয়ে নয় ভালো নাই বাসো , ঘৃনা দিয়ে দাও সারা কাজে মন নেই , হারিয়েছি খেই , দায়বোধ দিশেহারা কবিতাবিহীন একটা সকাল , প্রতি ভোরে দাও সাজা পথের ফকির , আর হবো না গো , কবিতা প্রাসাদে রাজা !

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।