আমাদের কথা খুঁজে নিন

   

কুন পথে যাবো আমি কুনটা আমার পথ-১২

আমার মৃত্যু যেন আমার সকল ইচ্ছা পূরণের পর হয়

আমার দুর সর্ম্পকের মামা। দেকতে কালা মোডা চোক টেরা। তারে ছুঠ বেলায় যকন দেকতাম আমার কইলজা হুকাইয়া যাইতো। আমাগো ঘরে তার যাতায়াত ছিল কারন আমার মায়ে তারে আবার ছুঠ বেলা থেইক্যা পালছে। হালার মামা কুন অফিছে চাকরি করে।

ভালো বেতন, মাগার বয়স পার হইয়া যাইতেছে মাগার কুনো মাইয়া তারে বিয়া করতে রাজি না। এই রকম বদসুরুত বেডারে আবার কে বিয়া করবো? আমার মা তারে বিয়া দেবার লাইগা বহুত চেষ্টা তদবির চালাইলো মাগার কুনো লাভ হইলো না। সবাই আমার মা জননীরে যা ইচ্ছা তা কইয়া দিল(পোলার ছবি দেকার পর)। একবার আমার বাপজান একখান প্রস্তাব আনলো। আমরা সবাই হাইজাগুইজা গেলাম মাইয়া দেকতে।

মাইয়া মাশাল্লা খারাপ না। মামু জানের মাইয়া পচন্দ হইলো ,কিন্তু মাইয়া মনে হইলো বিষ খাইবার পরিকল্পনা করছে মনে মনে। মুরুব্বীরা কি জানি গুচুর গুচুর আলাপ করলো মাগার লাভ হইলোনা। পরে তারা আমার বাপ মায়েরে না কইয়া দিল। এতে আমার বাপ ও মা দুজনেই কষ্ট পাইলো।

আমার মায়ের চক্ষুতে পানি আইলো। মামু এইডা দেইক্যা ঘর ছাইরা কই জানি গেলগা। মামুরে না পাইয়া আমার মা অসুস্থ হইয়া গেল। শেষ মেষ মাইকে আওয়াজ দিয়া মামুরে বাসায় ফিরানো হইলো। মামুর রক্ত চক্ষু দেইক্যা আমার পটি হইবার উপক্রম।

আমার মায়ে মামুরে ডাইকা কইলো "ভাই আমি পারলাম না তোরে বিয়া দিতে, আমারে মাফ করিস"। মামু কাইন্দ্যা কসম খাইলো "আপা তোমার যে মাইয়ারে পছন্দ হইবো শুধু আমারে দেকাইবা, আমি তারে বিয়া কইরা আনমু, যা করার তুমি তা আমার উপরে ছাইরা দাও' আমার মায়ে কইলো শেষ যে মাইয়ারে দেকলাম তারে আমার পছন্দ। তিন মাস পর। হঠাত মামা মিষ্টি কিন্না আইনা কইলো ভাগনা মিষ্টি খা আমার বিয়া সামনের শুক্রুর বার। আমি কইলাম হাছা? আমি মায়েরে খবরটা দিয়া আইলাম, মায়ে খুশি হইলো, পাত্রী কে জিগাইতে কইলো শেষের মাইয়া টা।

কিন্তু একটাই সমস্যা মাইয়াগো দাদার বাড়ী তে বিয়া হইবো, মায়ে কয় সমস্যা নাই। কিন্তু তারিক এমন সময় ফালাইছে যে আমার বোইনরে বাচ্ছা হওনের ডেট, মায়ে কয় আমি আমার ভাইয়ের বিয়াত যামু, ওইদিকে বোইনে ফোন কইরা কয় মা তুমি আসো আমার ভয় করতাছে। মামা কইলো আপা তুমি যাও আমি সব সামলাবো। সবার চাপাচাপিতে মায়ে কয় ঠিকাছে। মামু কইলো ভাগনা আমার লগে আয় ....আমি ও গেলাম... ।

এর মাঝে মামার এক বন্ধু আবার মামার লগে। বিয়া বাড়ীতে যাইবার আগে মামা দেহি বন্ধুরে সাজাইতেছে, আমি কইলাম মামা কি করো? মামু আমার মুক চাইপা কয় চুপ...... আমার লগে এক মিনিট আয়। যাইবার পর যা কাহীনি হুনলাম..... মামু কয় ভাগনা মনে নাই এরা আমার আপা দুলাভাইরে অপমান করছে... আমার আপার চোকে পানি আনছে এগোরে আমি দেকাইয়া দিমু.... তাই বিয়া করবো আমার বন্ধু মাগার বাসর রাইতে সব বদলাইয়া যাইবো। আমি ব্যাগরা দিলাম। বিয়া বাড়ীতে যাইবার লগে লগে দেহি আমার মামুরে ফালাইয়া মামুর বন্ধুরে লইয়া সবাই টানাটানি করতাচে।

মামা কয় যদি তোর মায়েরে খুশি দেকতে চাস তাইলে আমি যা কই তা হুন..... মাগার আমি জিগাইলাম আমারে কিছু জিগাইলে কি কমু? তুই এই বাড়ীর লোকরে কইবি তুই দুলার আততিও, আর তোমার কতা কইলে দুলার বন্ধু। কিন্তু ওই বাড়ীর কেউ আমাগো কিছুই জিগাইলো না। বড়ই অপমান হইলাম। আমার পরান দুরু দুরু করতাছিল..... সন্ধ্যা হইবার পর রাইতে কি হইবো? আমার মামা একটা জিনিস ই বটে কোথা থেইক্যা জানি দুইডা মুরুব্বী টাইপসের লোক রাকছে মাইয়া পক্ষের লগে কথা কইতে। পোলা পক্ষের থেইক্যা অল্প লোক থাকায় মাইয়া পক্ষ একটু সন্দেহ করলো।

যাই হোক খানা পিনা হইলো। আমি মামারে জিগাইলাম, "মামা যদি মায়ে না যাইতো তাইলে তুমি কি করতা"? মামা কয় তারিক এমন ভাবে ফালাইছি তোর বোইনের লগে যুক্তি কইরা যে তোর মা যাইতে বাধ্য। পরে বুঝলাম আমার বোইন আর আমার মামা যুক্তি কইরা মা আর বাপেরে রাস্তা থেইক্যা সরাইছে। মামা তুমি জিনিয়াস............ মামার বন্ধুরে লইয়া সবাই রাইতে মসকরা করতাছে। বাসর রাইতে যাওনের টাইমে মামার বন্ধু কয় আমি একটু আমার বাপ মায়ের লগে কথা কইয়া আসি।

সবাই যাইতে দিলো, আর গ্রামে বিয়া হওনের কারনে লোকজন সবাই যার যার বাসায় গেছেগা। ওই দিকে মামা দুলা সাইজা মুকে রোমাল দিয়া রেডি বাসর ঘরে যাইবার জন্য। মামা দেকলাম আমার ডাইকা কইলো ভাগনা আমারে তোর লগে নিয়া বাসর ঘর পর্যন্ত দিয়া আয়... আমি ভয়ে তারে আড়াল কইরা বাসর ঘরের দরজাটা খুইলাই মামারে রাইকা পলাইলাম, মাইর খাইবার ভয়ে..... অতি দুরু দুরু সাহসে বাসর ঘরের জানালা দিয়া হুনার চেষ্ট করলাম মাইরের আওয়াজ আসে কিনা। কিন্তু না সব চুপ। রাইতে হারা রাইত রাস্তা রাস্তায় ঘুরলাম।

সকালে মামারে ফোন করতেই মামা কয় ভাগনা তুমি কই আসো তোমার মামীর লগে দেকা করো.... আমি কইলাম মাইর একটাও মাটিত পরবোনা। মামার সাহসে গেলাম ওমা বাড়ীর সবাই দেহি আমার লগে ভালো ভালো কতা কইতাছে.... আর মামী আমার দেইক্যা কয় "ভালো আছো ভাগনা?" আমি অবাক। মামারে বাহিরে আইনা জিগাইলাম। মামা কয় বাসর রাইতে ডুইক্যা কাম যা করার কইরা ফালাইছি.... তার পর তোমার মামীরে মুক বদন দেকাইয়া বল্লাম.... তোমার যার সাথে এতক্ষন বিয়া হইছে সে তোমারে থুইয়্যা পলাইছে.... আর আমারে কইছে তোমার সাথে বিয়া করতে.... আমি রাজি হইনাই.... পরে ভাবলাম তোমার মান সম্মানের কথা তোমার বাপের মান সম্মানের কথা, তাই এই কাজ করছি ... এখন তুমি আমারে স্বামী হিসাবে মানলে মানো না মানলে সকালে আমারে পুলিশে দিয়া দিও। তার পর তোমার মামী কান্দাকাটি কইরা আমার পায়ে পইরা আমারে স্বামী মাইনা লইছে...... মামা তুমি একটা জিনিয়াস.................।

কুনো মাইয়া চাইবোনা এত বড় অসম্মানি হইবার পর মামারে ফালাইয়া দিতে। মামা তুমি একটা জিনিয়াস..................... (কাহীনিটা বানোয়াট....... পড়ার পর মাইন্ড খাইলে মাফ দিয়েন) তয় মামাটা জিনিস বটে..............

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।