আমাদের কথা খুঁজে নিন

   

নীলাঞ্জনা

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

নীলাঞ্জনা এইতো সেদিন ভালই ছিলে, আজকে কেন আনমনা! ভাবছো কি ছাই একলা বসে, বলবে খুলে নীলাঞ্জনা? নীল সাগরের বালুকাবেলায়, মন হারানো প্রেমের খেলায়; ব্যস্ত ছিলাম বেশতো দুজন, চাইনি ফিরে কেউ কারো মন। আজকে তোমার দৃষ্টি উদাস, এলো মেলো উড়ছে আঁচল; না তাকিয়েও বুঝতে পারি, ভেজা তোমার চোখের কাজল। ঝিনুক মালা পড়োনি আজ, খোঁপায় নেই ফুলের সাজ; বললে শুধু- মন ভাল নেই, তোমার মাঝে নেই তুমি সেই। তোমায় নিয়ে স্বপ্ন আমার, ভাবনা আমার তোমায় ঘিরে; ভালবাসার জ্বালবো প্রদীপ, দেখবোনা আর পিছন ফিরে। এবার তবে মুখ তুলে চাও, কষ্ট মনের যাও ভুলে যাও; কাঁটা সয়ে তুলবো গোলাপ, ভালবাসা নয় কোন পাপ। এইতো ভাল নীলাঞ্জনা- সাগর তীরের নির্জনতায়, সুখের ঢেউ আছড়ে পড়ে- তোমার ঐ চোখের পাতায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।