আমাদের কথা খুঁজে নিন

   

রক্ত, রক্ত, রক্ত চাই - ও পজেটিভ রক্ত চাই!

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

আমাকে বাঁচান। দেড় মাস আগে রক্ত দিয়েছি ও পজেটিভ। এখন যদি দুই জন ও পজেটিভ ডোনার না পাওয়া যায় তাহলে আবার আমাকেই দিতে হবে। এবং এখন যদি দুইব্যাগ রক্ত আমার শরীর থেকে নেয়া হয়, কি হবে কে জানে! একজন জনপ্রিয় ব্লগারেরর বাবা গুরুতর অসু্স্থ্য। তারজন্যে ইতোমধ্যে দশজনের মত ব্লগার রক্ত দিয়েছে। আরো দুইব্যাগ দরকার। আজকে একব্যাগ, আগামীকাল একব্যাগ। দুইজন ব্লগার একজন শরীফ ও অন্যজন আহসান হবেন হয়তো - আপনারা রক্ত দেবার আগ্রহও সম্ভবত দেখিয়েছিলেন। সেসময় মনে হয়েছিল আর বোধহয় লাগবে না, কিন্তু এখন অবস্থা আবারও গুরুতর হওয়াতে রক্ত দরকার হয়ে পড়েছে। ও পজেটিভ ডোনাররা কি আর একবার আগ্রহ দেখাবেন?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.